For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন গেলেও করোনা যায়নি, উৎসবের মরশুমের আগে দেশবাসীকে যা বললেন মোদী

Google Oneindia Bengali News

যতদিন না করোনা প্রতিষেধক আসছে ততদিন সাবধানে থাকতে হবে। উৎসবের আবহে ভারতবাসীদের ঢিলেমি দেওয়ার আচরণ সম্পর্কে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'উৎসবের সময় আমাদের বেপরোয়া মনোভাব আমাদের পিছিয়ে দিতে পারে। সতর্কতা বজায় রাখলে তবেই জীবন এগিয়ে চলবে। ছয় ফুটের দূরত্ব, মাস্ক, সময় সময়ে হাত ধোয়া আপনাকে সুরক্ষিত রাখবে। এই উতসবে সকলে সুখী থাকুন এটাই চাই। তাই জনচেতনা যাতে বাড়ে সংবাদমাধ্যমের কর্মীদের, সোশ্যাল মিডিয়ায় কাজ করা কর্মীদের আব্হান জানাচ্ছি।'

জনতা কার্ফু থেকে শুরু করোনার বিরুদ্ধে লড়াই

জনতা কার্ফু থেকে শুরু করোনার বিরুদ্ধে লড়াই

এদিন নিজের ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, 'করোনার বিরুদ্ধে লড়াইয়ে জনতা কার্ফু থেকে শুরু করে প্রত্যেক ভারতবাসী অনেক পথ এগিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক বিষয়ে তৎপরতা চোখে পড়ছে। বহু মানুষ জীবন জীবিকার খাতিরে বাইরে বেরোচ্ছেন। উৎসবের সময়ে বাজারেও বিক্রির গতি এসেছে। তবে মনে রাখতে হবে, লকডাউন চলে গেলেও ভাইরাস চলে যায়নি।'

মাস্ক পড়ছেন না অনেকেই, এটা চিন্তাজনক

মাস্ক পড়ছেন না অনেকেই, এটা চিন্তাজনক

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'গত কিছুদিনে অনেক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে কিছু লোক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছেন না, মাস্ক পড়ছেন না। এটা করে শুধু নিজের নয়, পরিবারের সকলকে বিপদে ফেলে দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। আমেরিকা, ইউরোপের দেশে করোনা কমে গিয়েও ফের বেড়ে গিয়েছে। এটা চিন্তাজনক।'

সেবা পরম ধর্ম

সেবা পরম ধর্ম

এদিন তিনি আরও বলেন, 'এই সময় এটা মেনে নেওয়ার নয় যে করোনা চলে গিয়েছে। মানুষ ঢিলেমি দিতে শুরু করেছে, যা ঠিক নয়। করোনা এখনও রয়েছে। সেবা পরম ধর্ম মন্ত্রকে সামনে রেখে জাক্তার, নার্স, সুরক্ষাকর্মী থেকে শুরু করে বহু মানুষ এই বিপুল জনসংখ্যার নিঃস্বার্থ সেবা করছে। ফলে এই সময় বেপরোয়া হওয়ার নয়।'

করোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে

করোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে

তাছাড়া প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেন যে দেশের অর্থনীতি ফের ফিরছে উর্ধ্বমুখী পথে। প্রধানমন্ত্রী বলেন, 'করোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে। এর মধ্যেই ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, উৎসবের আবহে বাজারে ভিড় বেড়েছে।' তবে এই ভিড় নিয়েই উদ্বেগ জানিয়ে এদিন যুব সমাজকে সতর্ক হওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
PM Narendra Modi delivers speech on 20th October about coronavirus awareness before festivity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X