For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোফর্স থেকে কপ্টার- তির একটা পরিবারের দিকেই, সেনা সুরক্ষার বার্তা মোদীর

সংকল্প নিয়ে কাজ করে ভারতীয় সেনাদের মর্যাদা প্রদান করেছে কেন্দ্রের সরকার। তিনি প্রধানমন্ত্রী হিসেবে চেষ্টা চালিয়ে গিয়েছেন দেশের সেনাকে স্বনির্ভরশীল করে তুলতে।

Google Oneindia Bengali News

সংকল্প নিয়ে কাজ করে ভারতীয় সেনাদের মর্যাদা প্রদান করেছে কেন্দ্রের সরকার। তিনি প্রধানমন্ত্রী হিসেবে চেষ্টা চালিয়ে গিয়েছেন দেশের সেনাকে স্বনির্ভরশীল করে তুলতে। সোমবার নয়াদিল্লিতে শহিদ স্মারক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী নাম না করে কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, এককালে স্বপ্নের অতীত ছিল যে সব, তা পূর্ণ হয়েছে তাঁর আমলে।

বোফর্স থেকে কপ্টার- তির এক দিকেই, খোঁচা মোদীর

মোদী কথায়, আজ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী বহু শক্তিশালী দেশ। এসব অর্জন করতে হয়েছে। সেনাবাহিনীতে ২০ শতাংশ মহিলা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এক পদ এক পেনশন ব্যবস্থা চালু হয়েছে। সেনার বেতন ৫৫ শতাংশ বেড়েছে। নিয়ন্ত্রণ রেখায় আহত হলেও পেনশন চালু হয়েছে। সেনাদের জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে।

এখন বুলেট প্রুফ জ্যাকেটের দাবি উঠেছে, তাও সরকার পরিকল্পনা করছে। ২০০৯ সাল থেকে এই দাবি উঠেছিল, কিন্তু তৎকালীন সরকার কোনও উদ্যোগ নেয়নি। আমরা বুলেট প্রুফ জ্যাকেট, সেনাদের জন্য বিশেষ প্রযুক্তির জুতো দেওয়ার পরিকল্পনা করছি। আমাদের সরকার সবার আগে দেশের স্বার্থ দেখে, দেশের সুরক্ষার স্বার্থ দেখে।

এদিন গান্ধী পরিবারকে একহাত নিয়ে মোদী প্রশ্ন তোলেন দেশ আগে, নাকি পরিবার? এই প্রশ্ন উঠছে এখন। বোফর্স থেকে কপ্টার- সব অভিযোগ এক পরিবারের দিকে। গান্ধী পরিবারের তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এখন আবার এই পরিবার রাফালে বিমান আটকাতে চাইছে। কিন্তু আজ একথা স্পষ্ট করে দিতে চাই যে, রাফালে উড়তে আর বেশি দেরি নেই।

এদিন প্রধানমন্ত্রী বলেন, মোদী গুরুত্বপূর্ণ নয়, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য সবার আগে। দেশকে সেই পথে পরিচালিত করতে হবে। দেশের সুরক্ষা সবার আগে। তাঁর সরকার সেই সুরক্ষার জন্যই লড়াই চালাচ্ছে। কিন্তু একটা পরিবার, একটা দল দেশের সুরক্ষাকে কোনও গুরুত্বই দেয়নি। শুধু রাজনীতি করে গিয়েছে।

English summary
PM Narendra Modi counters congress from the war-memorial ceremony. PM gives the message of strong security of country and his soldiers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X