For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) সিডনিতে দশর্কাসন থেকে সমর্থকদের চিৎকার, 'মোদীজি রকস্টার'!

Google Oneindia Bengali News

সিডনি, ১৭ নভেম্বর : ঠিক যেন ম্যাডিসন স্কোয়্যার গার্ডেন-এরই পুনরাবৃত্তি। সেই মন ছুঁয়ে যাওয়া বাচনভঙ্গি, হাল্কা রসিকতা। সিডনির মাটিতেও সেই একই দাপট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আপ্লুত অস্ট্রেলিয়াও। দর্শকাসন থেকে মোদীর উদ্দেশ্যে ভক্তদের চিৎকার "রকস্টার...রকস্টার"।

গত ২৮ বছরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরে গেলেন। ম্যাডিসন স্কোয়ারে যেভাবে একজন রকস্টারের মতো অভ্যর্থনা দেওয়া হয়েছিল মোদীকে, সিডনির অলফোনস আরেনায় এদিন তার অন্যথা হয় নি।

এদিনের ৯০ মিনিটের বক্তব্যে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট থেকে, ভারতীয় বংশোদ্ভূতদের জন্য আজীবন ভিসা অনেক কিছুরই উল্লেখ করেন মোদী। বলেন ভারতমাতার ২ নয়, ৪ নয় বরং ২৫০ কোটি বাহু রয়েছে। যার মধ্যে ২০০ কোটিই তরুণ। একইসঙ্গে ২৮ বছর পর অস্ট্রেলিয়ায় ভারতীয় প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে বিমানে চড়লে পরের দিন সকালে অস্ট্রেলিয়া পৌছনো যায়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া পৌছতে ২৮ বছর সময় লেগে গেল। আমি কথা দিচ্ছি, এত দীর্ঘ অপেক্ষা আর করতে হবে না।

এদিন জন ধন যোজনা প্রকল্পের উল্লেখও মোদীর বক্তব্যে পাওয়া যায়। তিনি বলেন, জন ধন যোজনা প্রকল্পে গত ১০ সপ্তাহে ৭কোটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছে। কিন্তু জিরো ব্যালেন্স সত্ত্বেও আয় হয়েছে ৫ হাজার কোটি টাকা। অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হওয়া সত্ত্বেও দরিদ্র মানুষরা কষ্ট করে হলেও ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে টাকা রাখছেন।

দেশের উৎপাদন শিল্পে বিনিয়োগের জন্য প্রবাসী ভারতীয়দের আহ্বাণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়াও গ্রামের পাকা শৌচাগার নির্মাণে অর্থ সাহায্য়ের জন্য প্রবাসী ভারতীয়দের কাছে আবেদন জানিয়েথেন তিনি। একইসঙ্গে স্বচ্ছভারত অভিযানে আরও বেশি করে মানুষ এগিয়ে আসার কথা জানিয়েছেন তিনি।

এদিনের অনুষ্ঠানের কিছু মুহূর্ত ছবিতে।

অলফোনস আরেনা

অলফোনস আরেনা

ম্যাডিসন স্কোয়ারে যেভাবে একজন রকস্টারের মতো অভ্যর্থনা দেওয়া হয়েছিল মোদীকে, সিডনির অলফোনস আরেনায় এদিন তার অন্যথা হয় নি।

ব্রেট লি-র সঙ্গে

ব্রেট লি-র সঙ্গে

খুব শীঘ্রই বলিউডে অভিনেতা হিসাবে হাতে খড়ি হতে চলেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় প্রাক্তন বোলার ব্রেট লির। তার আগে এদিন অনুষ্ঠানে মোদীর সঙ্গে দেখা করলেন ব্রেট।

বক্তৃতার সময়

বক্তৃতার সময়

ঠিক যেন ম্যাডিসন স্কোয়্যার গার্ডেন-এরই পুনরাবৃত্তি। সেই মন ছুঁয়ে যাওয়া বাচনভঙ্গি, হাল্কা রসিকতা। সিডনির মাটিতেও সেই একই দাপট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

বুখারির জন্য

বুখারির জন্য

জামা মসজিদের শাহি ইমাম বলেছিলেন, মুসলিম সম্প্রদায়কে দূরে রাখতে পছন্দ করেন মোদী। আর তাই মুসলিম সম্প্রদায়ও মোদীকে একদমই পছন্দ করে না। এই ছবিটা দেখার পর কী বলবেন তিনি?

হাত ছুঁতে চাওয়া

হাত ছুঁতে চাওয়া

একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলানোর ইচ্ছে দর্শকদের।

নতশির

নতশির

করজোরে মাথা নিচু করে অস্ট্রেলিয়ার প্রবাসীদের নমস্কার জানাচ্ছেন নরেন্দ্র মোদী।

English summary
PM Modi's a 'Rock Star', Screamed Fans in Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X