For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনকে কোণঠাসা করতে লক্ষ্য স্থির, আত্মনির্ভর ভারত গড়তে ফের লোকালের জন্য ভোকাল-এর টনিক মোদীর

Google Oneindia Bengali News

১৫ জুন লাদাখে ভারতীয় জওয়ানদের হত্যার প্রতিবাদে দেশজুড়ে চিনা দ্রব্য বর্জনের ডাক দেয় বিভিন্ন সংগঠনগুলো। বিভিন্ন এলাকায় চিনাদ্রব্য পুড়িয়ে বিক্ষোভ দেখায় মানুষেরা। এমত পরিস্থিতিতে কেন্দ্র সরকারের তরফেদেশে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। আর কেন্দ্রের এই সিদ্ধান্তের একদিনের মাথাতেই দেশের জনগণের উদ্দেশে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী মোদী।

ফের আত্মনির্ভর ভারতের ডাক

ফের আত্মনির্ভর ভারতের ডাক

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আমরা আত্মনির্ভর ভারতের জন্য দিনরাত এক করে দেব। লোকালের জন্য ভোকাল হব। ১৩০ কোটি জনতা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে, এগিয়ে যাবে।' পাশাপাশি এদিন দেশের কৃষক ও করদাতাদের অভিনন্দন জানান মোদী। তাঁর কথায়, এঁদের জন্যই গরিবদের মুখে অন্ন তুলে দিতে পারছে সরকার।

গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধি

গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধি

এছাড়া এদিন প্রধানমন্ত্রী জানান, নভেম্বর মাসের শেষ পর্যন্ত বাড়ানো হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ। এর জেরে ৮০ কোটি মানুষ আরও পাঁচমাস খাদ্যশস্য পাবে। প্রত্যেক পরিবারকে প্রতি মাসে ১ কেজি করে ছোলা। তাছাড়া মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল, ৫ কেজি গম দেওয়া হবে।

স্থানীয় প্রশাসনকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে

স্থানীয় প্রশাসনকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে

প্রধানমন্ত্রী বলেন, 'ভারতেও স্থানীয় প্রশাসনকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। এটা ১৩০ কোটি ভারতবাসীর জীবন রক্ষার বিষয়। গ্রাম হোক, বা শহর কোথাও কেউ নিয়মের ঊর্ধ্বে নয়। এমন অবস্থা যেন না হয়, যাতে গরিবের উনুনে আগুন জ্বলবে না। এতবড় দেশে যেন কোনও গরিব না খেতে পায়। এতবড় দেশে যেন কোনও গরিব অভুক্ত না থাকে। গরিব কল্যাণ প্রকল্পে ২ লক্ষ কোটি বরাদ্দ করা হয়েছে।'

অন্য দেশের তুলনায় ভাল জায়গায় ভারত

অন্য দেশের তুলনায় ভাল জায়গায় ভারত

প্রধানমন্ত্রী আরও বলেন, 'করোনায় মৃত্যুতে অন্য দেশের তুলনায় ভালো জায়গায় ভারত। সঠিক সময়ে লকডাউন কার্যকরের সুফল মিলেছে। আনলক ১ কার্যকর হওয়ার পর অনেক জায়গায় সুরক্ষা বিধি উপেক্ষা করা হয়েছে। লকডাউনের সময় কড়াভাবে নিয়ম পালন করা হয়েছে। কনটেনমেন্ট জোনে কড়া নজর রাখতে হবে।'

নিয়মের উর্ধ্বে কেউ নয়, মাস্ক পরা- সামাজিক দূরত্ব বিধি নিয়ে কড়া হোন প্রশাসন, বার্তা নরেন্দ্র মোদীরনিয়মের উর্ধ্বে কেউ নয়, মাস্ক পরা- সামাজিক দূরত্ব বিধি নিয়ে কড়া হোন প্রশাসন, বার্তা নরেন্দ্র মোদীর

English summary
PM Modi again pitches for vocal for local amid clash with China in Ladakh during Coronavirus Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X