For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গে আংশিক লকডাউনের কড়া বিধির মতোই বহু রাজ্যে একাধিক নিয়মাবলী জারি, একনজরে কিছু গুরুত্বপূর্ণ বিধি

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে মুহূর্তে বদলে যাচ্ছে দেশের আক্রান্তের সংখ্যার গ্রাফ। একের পর এক পরিবারে হাতাশার ছায়া করোনায় মৃত্যু নিয়ে। এদিকে, এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, অল্প উপসর্গে সিটি স্ক্যান না করিয়ে এক্স রে করালে সুবিধা পাবেন রোগীরা। তবে করোনা দমনে এই মুহূর্তে একমাত্র পোথ্য 'ব্রেক দ্য চেন'। যার জন্য প্রয়োজন স্থানীয়ভাবে কড়া কোভিড বিধি। একনজরে দেখা যাক, বাংলা সহ ভিন রাজ্যে কোথায় কীরকম কোভিড বিধি লাগু হয়েছে।

বাংলায় কড়া কোভিড বিধি

বাংলায় কড়া কোভিড বিধি

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই রাজ্যে একাধিক কড়া কোভিড বিধি লাগু করেন। বলা হয়েছে-

* সামাজিক কোনও জমায়েত হলে সর্বোচ্চ ৫০ জন থাকতে পারবেন। তবে তার জন্য আগে থেকে অনুমতি নিতে হবে। সরকারি কোনও অনুষ্ঠানও এবার থেকে ভার্চুয়াল করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

* বিমানে আসা যাওয়া করলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট।

* ব্যাঙ্কে আপাতত ৪ ঘণ্টা কাজ হবে। সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।

*বাজার খোলার সময় এবার সকাল ৭-১০, বিকেল ৫- সন্ধে ৭টা খোলা থাকবে বাজার-দোকান।

* ৬ মে থেকে চলবে না লোকাল ট্রেন।

 উত্তরপ্রদেশে কোভিড বিধি

উত্তরপ্রদেশে কোভিড বিধি

উত্তরপ্রদেশে করোনার জেরে সোমবার সকাল ৭ টা পর্যন্ত লাগু হয়েছে করোনা লকডাউনের নয়া বিধি। গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা গ্রাফ নামলেও, যোগ সরকার গত শনিবার থেকে আগামী সোমবার সকাল পর্যন্ত টানা লকডাউনের ঘোষণা করেছে।

কর্ণাটকে কোন সম্ভাবনা?

কর্ণাটকে কোন সম্ভাবনা?

একটি মিডিয়া রিপোর্টের খবর অনুযায়ী, কর্ণাটকে ১২ মের পর সম্পূর্ণ লকডাউন ঘোষিত হতে পারে। কারণ দক্ষিণী এই রাজ্যে আপাতত ৫৫ শতাংশ পজিটিভিটি রেট দেখা গিয়েছে। অ্যাক্টিভ কেস ছাড়িয়েছে ৩ লাখ। প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল থেকে ২ সপ্তাহের কার্ফু দেখেছে কর্ণাটক।

 দিল্লির পরিস্থিতি

দিল্লির পরিস্থিতি

প্রসঙ্গত, দিল্লিতে করোনার জেরে লকডাউন ১৯ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত কেজরিওয়াল সরকার এই বন্দোবস্ত নিয়েছে। তবে পরবর্তীকালে কী পরিস্থিতি হয় সেদিকে নজর সকলের।

বিহার, ওড়িশায় কী পরিস্থিতি?

বিহার, ওড়িশায় কী পরিস্থিতি?

প্রসঙ্গত, বিহারে ৪ মে লকডাউন জারি হয়। তার মেয়াদ ১৫ মে পর্যন্ত।
ওড়িশায় ৫ মে থেকে ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে নবীন পট্টনায়ক সরকার। যার মেয়াদ শেষ হবে ১৯ মে ।

 হরিয়ানা, রাজস্থানের পরিস্থিতি

হরিয়ানা, রাজস্থানের পরিস্থিতি

এদিকে, হরিয়ানায় মে মাসের ৩ তারিখ থেকে ৭ দিনের লকডাউন ঘোষিত হয়েছে। রাজস্থানে আপাতত ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে বলে জানিয়েছে অশোক গোহলোট সরকার।

 মহারাষ্ট্র

মহারাষ্ট্র

গত ৫ এপ্রিল থেকে মহারাষ্ট্রে লকডাউনের মতো একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু নিয়ম ১৫ মে পর্যন্ত বর্ধিত রয়েছে। যার জেরে সেরাজ্যে মুম্বই সহ বিভিন্ন নগরীতে করোনার জেরে আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে।

 উত্তরপূর্বের রাজ্যের পরিস্থিতি

উত্তরপূর্বের রাজ্যের পরিস্থিতি

নাগাল্যান্ডে ১৪ মে পর্যন্ত লকডাউন রয়েছে। মিজোরামের আইজলে ৩ মে থেকে ৮ দিনের লকডাউন জারি,অসমে নাইট কার্ফু জারি রয়েছে ২৭ এপ্রিল থেকে।

English summary
Partial Lockdown in West Bengal with tough guidelines, know list of states opt for similar covid rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X