For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে উত্তেজনার মাঝেই ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, চিনের নির্দেশেই হামলা?

Google Oneindia Bengali News

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। এবার জম্মু-কাশ্মীরের নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার শেল ছুড়ল সেদেশের সেনা। একদিকে যখন লাদাখে চিন সীমান্তে ভারত-চিন উত্তেজনা চরমে। ঠিক সেই সময়তেই 'বন্ধু' চিনের মতো ভারতে হামলা চালাতে সচেষ্ট হল পাক বাহিনী।

লাদাখে অশান্তি বাড়তেই কাশ্মীরে পাক হামলা

লাদাখে অশান্তি বাড়তেই কাশ্মীরে পাক হামলা

জানা গিয়েছে মঙ্গলবার রাতে হামলা চালায় পাকিস্তান সেনা। নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার শেল ছুড়ে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। যদিও এই হামলা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ লাদাখে চিনকে ঠেকাতে ভআরতী কাশ্মীর থেকে সেনা নিয়ে যাচ্ছে সেখানে। এই আবহে পাকিস্তানের এই হামলা ভারতকে দোনামোনায় ফেলতে পারে।

মঙ্গলবার রাতে হামলা চালায় পাকিস্তান সেনা

মঙ্গলবার রাতে হামলা চালায় পাকিস্তান সেনা

জানা গিয়েছে মঙ্গলবার রাতে হামলা চালায় পাকিস্তান সেনা। নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার শেল ছুড়ে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। যদিও এই হামলা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ লাদাখে চিনকে ঠেকাতে ভআরতী কাশ্মীর থেকে সেনা নিয়ে যাচ্ছে সেখানে। এই আবহে পাকিস্তানের এই হামলা ভারতকে দোনামোনায় ফেলতে পারে।

কয়েকদিন ধরেই সীমান্তে হামলা চালাচ্ছে পাক সেনা

কয়েকদিন ধরেই সীমান্তে হামলা চালাচ্ছে পাক সেনা

কয়েকদিন ধরেই সীমান্তে হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা। একাধিকবার তারা কাশ্মীরের ওরি ও তাংধর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর এবং জম্মুর রাজৌরি ও পুঞ্চের দক্ষিণে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত ২ হাজার ২৭ বারের বেশি বার সীমান্তে হামলা চালিয়েছে তারা।

পাক বাহিনীর হামলা বাড়ছে

পাক বাহিনীর হামলা বাড়ছে

এর আগে ১১ জুন রাজৌরিতে পাকিস্তান সেনার হামলায় শহিদ হন এক জওয়ান। আহত হন একজন। এরপর ১৪ জুন ফের পুঞ্চে হামলা চালায় তারা। সেই হামলায় শহিদ হন এক জওয়ান। জখম হন দু'জন। প্রসঙ্গত, লাদাখে ভারত-চিন উত্তেজনা বাড়ার পর থেকে পাক বাহিনীর হামলাও বেড়েছে কয়েকগুণ।

বিনা প্ররোচনায় হামলা চালাচ্ছে পাক বাহিনী

বিনা প্ররোচনায় হামলা চালাচ্ছে পাক বাহিনী

একই সঙ্গে জম্মু-কাশ্মীরে ১০ জুন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয়েছে মোট ২২ জন জঙ্গি। যার মধ্যে রয়েছে ৮ শীর্ষ কমান্ডার। মনে করা হচ্ছে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতেই বারংবার এভাবে বিনা প্ররোচণায় হামলা চালাচ্ছে পাক বাহিনী।

কাশ্মীর, লাদাখ ও চিনের দৃষ্টি

কাশ্মীর, লাদাখ ও চিনের দৃষ্টি

এরই মধ্যে চিন প্রথমবারের মতো গালওয়ান প্রদেশের উপর নিজেদের অধিকার দাবি করে। প্রসঙ্গত, গিলগিট বাল্টিস্তান হয়ে পাক-চিন বাণিজ্যিক করিডোরের জন্য এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, পাকিস্তানে রমদতে ভারতকে চতুর্দিরক থেকে ঘিরতে চাইছে চিন।

<strong>যুদ্ধ না শান্তি, ভারত-চিন সংঘর্ষের পর কী পরিস্থিতি লাদাখে! কেন্দ্রের নির্দেশে কোন পদক্ষেপ নিল সেনা?</strong>যুদ্ধ না শান্তি, ভারত-চিন সংঘর্ষের পর কী পরিস্থিতি লাদাখে! কেন্দ্রের নির্দেশে কোন পদক্ষেপ নিল সেনা?

English summary
Pakistan violates cease fire violation in Kashmir amid standoff in ladakh between india and china
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X