For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে এনকাউন্টারের পাঁচদিন পর দায় স্বীকার হিজবুল মুজাহিদিনের, ভিডিও ক্লিপিং প্রকাশ

জম্মু ও কাশ্মীরের হানদোয়ায় এনকাউন্টার অপারেশনের পাঁচ দিন পর দায় স্বীকার করল সৈয়দ সালাহউদ্দিনের নেতৃত্বে পাকিস্তান-ভিত্তিক হিজবুল মুজাহিদিন গোষ্ঠী।

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের হানদোয়ায় এনকাউন্টার অপারেশনের পাঁচ দিন পর দায় স্বীকার করল সৈয়দ সালাহউদ্দিনের নেতৃত্বে পাকিস্তান-ভিত্তিক হিজবুল মুজাহিদিন গোষ্ঠী। শনিবার তারা পাঁচজন নিরাপত্তা রক্ষীর প্রাণহানির জন্য দায়ী বলে স্বীকারোক্তিতে জানিয়েছে। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সম্প্রতি একটি ভিডিও ক্লিপিং শেয়ার করে এ কথা জানান।

কাশ্মীরে এনকাউন্টারের পর দায় স্বীকার হিজবুল মুজাহিদিনের

ওই ভিডিও ক্লিপিংয়ে দেখা গিয়েছে, সৈয়দ সালাহউদ্দিনকে পাকিস্তানের কোথাও কোনও এক সমাবেশে বক্তব্য রাখতে দেখা গিয়েছে এই বিষয়ে। এই ভিডিও ক্লিপটিতে ভারতীয় সেনা সম্পর্কিত একটা বক্তব্যও রয়েছে। এবং সাম্প্রতিক হামলার বিষয়ে স্বীকার করতেও দেখা গিয়েছে তাঁকে।

তিনি এনকাউন্টারে রিয়াজ নাইকুর হত্যাকাণ্ডকে তাঁদের সকলের জন্য একটি আঘাত বলে বর্ণনা করেন। উর্দুতে তাকে কথা বলতে শোনা যায়। তিনি হানদোয়ারার সন্ত্রাসবাদী ও সুরক্ষা বাহিনীর মধ্যে সাম্প্রতিক বন্দুকযুদ্ধেরও দায় স্বীকার করেছেন। তিনি বলেন, মুজাহিদিনরা হানদোয়ারার রাজোয়ারাতে শত্রুর অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছে। তবে তাঁদের উপরও শত্রুরা পাল্টা আঘাত করেছে। ৫২ সেকেন্ডের ভিডিও ক্লিপে এই বার্তা দেওয়া হয়েছে।

কুপওয়ারা জেলার হানদুয়ারায় এই লড়াইয়ে গার্ড রেজিমেন্টের ব্রিগেডের কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ এবং ল্যান্স নায়েক দিনেশের প্রাণহানি ঘটে এবং বর্তমানে ২১টি রাষ্ট্রীয় রাইফেলসের সেনাকে সন্ত্রাসবাদ মোকাবেলায় নিযুক্ত করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের পুলিশের একজন উপ-পরিদর্শক সেগের আহমেদ পাঠান ওরফে কাজীও সন্ত্রাসীদের বুলেটের শিকার হয়েছেন। এরপরই এনকাউন্টারে সন্ত্রাসবাদীদের ধরাশায়ী করে ভারত।

English summary
Pakistan-based Hizbul Mujahideen claimed the responsibility after five days o Kashmir’s encounter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X