For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একাধিক হাসপাতাল অক্সিজেন শূন্য, নতুন করে রোগী ভর্তি নয় দিল্লির এই হাসপাতালে

নতুন করে রোগী ভর্তি নয় দিল্লির এই হাসপাতালে

Google Oneindia Bengali News

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়। এরই মধ্যে একাধিক হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। তাই অনেক হাসপাতালই নতুন করে আর রোগী ভর্তি নিচ্ছে না। দিল্লির ফর্টিস এসকর্ট হার্ট ইনস্টিটিউট জানিয়েছে যে মেডিক্যাল অক্সিজেনের অভাব রয়েছে তাই আর নতুন করে রোগী ভর্তি নেওয়া হবে না। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা ছাড়া আর কোনও উপায় নেই।

নতুন করে রোগী ভর্তি নয়

নতুন করে রোগী ভর্তি নয়

হাসপাতালের পক্ষ থেকে নোটিস জারি করে বলা হয়েছে, '‌আমরা সময় মতো সব কর্তৃপক্ষের কাছে এই আসন্ন পরিস্থিতির বিষয়ে জানিয়েছি এবং গতকাল থেকে আশ্বস্ত করা সরবরাহের জন্য অপেক্ষা করছি। বর্তমানে আমাদের কাছে অক্সিজেনের মজুত নেই এবং নতুন করে কোনও রোগী ভর্তি নিচ্ছি না এবং পরিস্থিতি না শোধরানো পর্যন্ত ইআর পরিষেবাও স্থগিত। ভর্তি হওয়া রোগীদের যথা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করে চলেছি।'‌ হাসপাতালের এক সূত্র জানায় যে তারা গতকাল রাত ১টার সময় নতুন স্টক পেয়েছিল কিন্তু তা রবিবার দুপুর ১টার মধ্যে শেষ হয়ে যায়।

অক্সিজেনের অভাব

অক্সিজেনের অভাব

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে কমপক্ষে ১০০ জন রোগী অক্সিজেন সার্পোটে রয়েছেন। পরে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা টুইটে জানান যে তরল অক্সিজেনের মজুত বহনকারী ক্রাইয়োজেনিক ট্যাঙ্কারটি হাসপাতালে পথে। গত তিনদিন ধরে দিল্লির একাধিক হাসপাতালে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। শুধু তাই নয়, কোভিড কেস বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে বেড ও ওষুধের অভাবও রয়েছে। এই রকম পরিস্থিতিতে অনেক হাসপাতাল দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

 ২৫ জনের মৃত্যু

২৫ জনের মৃত্যু

শনিবার জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ২৫ জনের। এরপরই হাসপাতালের তরফে টুইট করে বলা হয়, '‌কয়েক মিনিটের মধ্যে বড়সড় মৃত্যুর ঘটনা ঘটতে চলেছে হাসপাতালে। আমরা ইতিমধ্যেই ২৫ জনের জীবন হারিয়ে ফেলেছি। আমরা অক্সিজেনের জন্য হাঁপাচ্ছি। আপনার আগে আমাদের চিকিৎসকরা রয়েছেন। দয়া করে জীবন বাঁচান।'‌ দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তায় রেখেছে কেজরিওয়াল সরকারকে। হাসপাতালগুলির অবস্থা, বাড়ন্ত অক্সিজেন নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা।

শ্বাসকষ্টের সমস্যাতেই বেশি ভুগছেন আক্রান্তরা, অক্সিজেনের অভাবে ধুঁকছে গোটা কর্ণাটকশ্বাসকষ্টের সমস্যাতেই বেশি ভুগছেন আক্রান্তরা, অক্সিজেনের অভাবে ধুঁকছে গোটা কর্ণাটক

বাড়ল লকডাউনের মেয়াদ

বাড়ল লকডাউনের মেয়াদ

এরকম পরিস্থিতিতে রবিবার দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হল। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, রাজধানীতে লকডাউন আগামী ৩ মে, সোমবার পর্যন্ত বাড়ানো হচ্ছে। রাজধানীর স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই ঝুঁকি নিতে রাজি হননি দিল্লি সরকারের কর্তাব্যক্তিরা। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্তই শ্রেয় বলে মনে করেছেন তাঁরা।

কেজরিওয়ালের আর্জি

কেজরিওয়ালের আর্জি

গতকালই দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে দিল্লির পাশে থাকার কাতর আর্জি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আবেদন, 'প্রয়োজনের থেকে বেশি অক্সিজেন মজুত থাকলে তা দিল্লিকে দেওয়ার জন্য সব মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানাচ্ছি।' উল্লেখ্য, দিল্লিতে গতকাল নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। রাজধানীতে সংক্রমণের হার দাঁড়িয়ে ৩২.২৭ শতাংশে।

English summary
out of options delhi hospital stops admissions amid shortage of oxygen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X