For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সরকার বিরোধিতা মানেই যে দেশদ্রোহিতা নয় ', দাবি সুপ্রিম কোর্টের বিচারক

  • |
Google Oneindia Bengali News

প্রতিবাদীদের মুখ বন্ধ করার ভয়াবহ ফল হতে পারে। আর তার জেরেই দেশ সম্মুখীন হতে পারে একাধিক বড়সড় অধ্যায়ের। এমন বক্তব্য উঠে এসেছে স্বয়ং সুপ্রিমকোর্টের বিচারক দীপক গুপ্তর। দীপক গুপ্ত বলেন, সরকার যে সব সময় সঠিক হবেই, তা কিন্তু নয়। তবে সরকারের বিরোধিতা করা মানেি যে দেশের বিরোধিতা করা তা কোনও মতেই সঠিক কথা নয়।

সরকার বিরোধিতা মানেই যে দেশবিরোধিতা তা নয় , দাবি সুপ্রিম কোর্টের বিচারক

তিনি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন। তিনি বলেন, 'সাম্প্রতিককালে এমন বহু ঘটনাই ঘটেছে যেখানে সরকারের বিরুদ্ধে প্রতিবাাদীদের দেশদ্রোহী বলা হয়েছে।' একধার এগিয়ে তিনি বলেন, 'যদি কোনও দল ৫১ শতাংশ ভোট পায়, তার মানে তার বিরোধী দলগুলি ৪৯ শতাংশ থেকেও যে আগামী ৫ বছরের মধ্যে বক্তব্য রাখতে পারেবন না , তা হতে পারে না।'

উল্লেখ্য প্রধান বিচারপতির এমন বক্তব্য বর্তমান পরিস্থিতিতে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে। বিচারপতি গুপ্তর দাবি, প্রতিবাদীরা যে বিপক্ষের ভাবধানা বয়ে নিয়ে চলেন , তার মানে তাঁরা দেশকে অসম্মান করেন না। এদিনের বক্তব্যে তিনি বারবার স্পষ্ট করেছেন যে সরকার বিরোধী অভিযানের অধিকার গণতান্ত্রিক।

English summary
opposing govt can't be labelled as anti-national says Justice Deepak Gupta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X