For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে যুদ্ধ লাগল বলে! গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় শহিদ কর্নেল সহ ৩ ভারতীয় সেনা

Google Oneindia Bengali News

শান্তি আলোচনার অলিন্দে যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখে। এবার চিন ভারত সংঘাতের জেরে শহিদ হলেন এক কর্নেল ও ২ জন সৈনিক। প্রসঙ্গত, সোমবারই ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ে আলোচনায় বসেছিল দুই দেশ। এরপর রাতের দিকে চিনা সেনার হামলা করলে এই ঘটনা বলে জানা যাচ্ছে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাড়তি সেনা মোতায়েন বেজিংয়ের

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাড়তি সেনা মোতায়েন বেজিংয়ের

বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয় দুই দেশের আলোচনা। আলোচনা যখন দ্বিতীয় দফায় ঠিক তখনই ফের এলএসি বরাবর সেনা তৎপরতা শুরু করে চিন। প্রায় ৪ হাজার কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন করেছে বেজিং।

উত্তপ্ত গালওয়ান উপত্যকা

উত্তপ্ত গালওয়ান উপত্যকা

পরিস্থিতি স্বাভাবিক করতে গালওয়ান এলাকা থেকে প্রায় ২.৫ কিমি পিছু হটে চিনের পিপল লিবারেশন আর্মির সেনা দল। ভারতও তাদের সেনাকে সরিয়ে নিয়েছে। তবে সেনা সরালেও এখনও লাদাখের খুব কাছেই এখনও ট্যাঙ্ক সহ চিনের ১০ হাজার সেনা উপস্থিত রয়েছে। তবে বেজিংকে তাদের সেনা পুরোপুরি সরাতে হবে বলে কড়া বার্তা দেয় দিল্লি।

বিভিন্ন সেক্টরে সেনা বৃদ্ধি চিনের

বিভিন্ন সেক্টরে সেনা বৃদ্ধি চিনের

এদিকে জানা গিয়েছে, লাদাখ নিয়ে শান্তি আলোচনা চালাতে থাকলেও চিন অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বরাবর এলএসি-তে সেনার সংখ্যা বাড়িয়ে দিয়েছে চিন। এদিকে চিনের পক্ষ থেকে কোনও আক্রমণ প্রতিহত করার জন্য ভারত এই তিনটি সেক্টরে সেনা বাড়িয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রের সূত্র মারফত।

রাজনাথের হুঁশিয়ারি

রাজনাথের হুঁশিয়ারি

দুই দিন আগে এখ ভার্চুয়াল জনসভা থেকে চিনকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রাজনাথ বলেছিলেন, 'আমি সবাইকে আস্বস্ত করতে চাই যে ভারতীয় জাতীয়তাবাদকে খর্ব করে এমন কোনও কাজ এই সরকার করবে না। ভআরতের গৌরব সবার উপরে। ভআরত এখন আর দুর্বল রাষ্ট্র নয়। আমাদের শক্তি অনেকগুণ বেড়েছে। আমি এসব বলে কাউকে ভয় দেখাতে চাই না। তবে আমাদের সুরক্ষার দায়িত্ব আমরা ভালো ভাবে সামলাতে পারি।'

ভারত-চিন বিদেশমন্ত্রীদের বৈঠক অনিশ্চিত

ভারত-চিন বিদেশমন্ত্রীদের বৈঠক অনিশ্চিত

এদিকে এক মাসের বেশি সময় ধরে লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মাঝে আগামী ২২ জুন চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ইয়ি-র সঙ্গে ভিডিও মারফত বৈঠক করবেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গিয়েছে, বিশ্বজুড়ে করোনা অতিমারীর প্রকোপ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা মজবুত করতে এই বৈঠক ডাকা হয়েছে। তবে এই ঘটনার জেরে সেই বৈঠকের ভবিষ্যতের উপর প্রশ্ন চিহ্ন লেগে গেল।

বেজিংয়ে 'অত্যন্ত ভয়াবহ’ চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, টানা পাঁচ দিন লাগাতার সংক্রমণ গোটা চিনে বেজিংয়ে 'অত্যন্ত ভয়াবহ’ চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, টানা পাঁচ দিন লাগাতার সংক্রমণ গোটা চিনে

English summary
One Indian Army Colnel and two army men killed in ladakh's galwan valley with faceoff with china
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X