For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে মৃতের সংখ্যা ৮০, ভারতে করোনা ভাইরাস আক্রান্তের খোঁজ

চিনে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা। বর্তমানে সংখ্যাটা ৮০ ছুঁয়েছে। অন্যদিকে, রাজস্থানে একজনের শরীরে এই ভাইরাসের সংক্রমণের সন্দেহ করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

চিনে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা। বর্তমানে সংখ্যাটা ৮০ ছুঁয়েছে। অন্যদিকে, রাজস্থানে একজনের শরীরে এই ভাইরাসের সংক্রমণের সন্দেহ করা হচ্ছে। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ওই ব্যক্তির রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি

স্বাস্থ্যমন্ত্রীর দাবি

রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা জানিয়েছেন, রাজস্থানের চারটি জেলার মোট ১৮ জন চিন থেকে সম্প্রতি ফিরেছেন। ওই চারটি জেলার চিফ মেডিক্যাল অফিসার এবং হেলফ অফিসারদের এব্যাপারে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। টানা ২৮ দিন নজরদারির কথা জানানো হয়েছে।

হাসপাতালে ভর্তি রোগীকে নিয়ে সতর্কতা

হাসপাতালে ভর্তি রোগীকে নিয়ে সতর্কতা

সংবাদ মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, চিনে মেডিকেল কোর্স শেষ করে ফিরেছেন সেই ব্যক্তি। রাজ্য প্রশাসনের তরফ থেকে পরিবারের সদস্যদের ওপরও নজর রাখা হচ্ছে। রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভারতে কারও শরীরে এই ভাইরাস পাওয়া যায়নি।

দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস আতঙ্ক

দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস আতঙ্ক

দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে চিন থেকে ফেরা এক শিক্ষিকার কোনও চিকিৎসা হয়নি বলে অভিযোগ উঠেছে। চিন থেকে ফেরা বিহারের ছাপড়ার এক মহিলা পাটনার হাসপাতালে ভর্তি রয়েছেন। মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ভর্তি দুইজন। কোচির কালামাসরি মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন একজন।

চিনে মৃত্যু ৮০ জনের, আক্রান্ত কমপক্ষে ২৭৪৪ জন

চিনে মৃত্যু ৮০ জনের, আক্রান্ত কমপক্ষে ২৭৪৪ জন

চিনে করোনা ভাইরাস সংক্রমে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৮০। অন্যদিকে বেজিং-এর তরফ থেকে ২,৭৪৪ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের কথা জানানো হয়েছে।

English summary
Number of Coronavirus death increases in China, Rajasthan reported first suspected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X