For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এনপিআর- এর সঙ্গে নাগরিকত্বের কোনও যোগ নেই', কেরলের অবস্থান স্পষ্ট হতেই রবিশঙ্কর প্রসাদ কোন বার্তা

'এনপিআর- এর সঙ্গে নাগরিকত্বের কোনও যোগ নেই', কেরলের অবস্থান স্পষ্ট হতেই রবিশঙ্কর প্রসাদ কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

NPR আর এনআরসি নিয়ে যখন গোটা দেশ এক অগ্নিগর্ভ সময়ের সাক্ষী থেকেছে, তখন বারবার মোদী সরকার দেশবাসীর প্রতি বিভিন্ন বার্তায় আশ্বস্ত করেছেন যে নাগরিকত্ব ইস্যুতে এখনই এনআরসি লাগু হবেনা। বারবার নাগরিকত্ব ইস্যু নিয়ে দেশে মোদী বিরোধী হাওয়া জোরদার হতেই কেন্দ্র এনপিআর নিয়ে সরব হয়েছে। এনপিআর আসলে কী? তা এদিন ফের একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

রবিশঙ্কর প্রসাদের বক্তব্য

রবিশঙ্কর প্রসাদের বক্তব্য

এদিন রবিশঙ্কর প্রসাদ নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, এনপিআরের সঙ্গে কোনও মতেই সম্পর্ক নেই এনআরসি-র। তিনি জানান, এনপিআর কেবলমাত্র নাগরিকদের গণনা সম্পর্কিত একটি তথ্য থাকবে । এর সঙ্গে এনআরসি বা নাগরিকত্ব থাকা বা না থাকার কোনও সম্পর্ক নেই।

কেরলের বিধানসভার প্রতি আবেদন

কেরলের বিধানসভার প্রতি আবেদন

নিজের বক্তব্যে রবিশঙ্কর প্রসাদ ফের একবার বলেন,' আমি কেরলের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আরও যেন ভালো আইনি পরামর্শ তাঁরা নেন '। প্রসঙ্গত,কেরল বিধানসভায় একটি রেজোলিউশন আজ পাশ হয়েছে যেখানে নাগরিকত্ব সংশোধনী আইন সেরাজ্যে মানা হবে না বলে দাবি জানানো হয়েছে।

বিরোধীদের তোপ

বিরোধীদের তোপ

নিজের বক্তব্যে এদিন রবিশঙ্কর প্রসাদ সাফ জানান যে তিনি কেবলমাত্র বিরোধীদের দ্বারা মানুষদের ভুল বোঝানো হচ্ছে। বিরোধীরা নিজেদের স্বার্থের জন্য বিরোধীদলের লোকজন ভুল তথ্য পাঠাচ্ছেন বলে এদিন দাবি করেন রবিশঙ্কর প্রসাদ।

English summary
NPR is Compendium of Usual Residents, Nothing to do With Citizenship.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X