For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা নয়, কংগ্রেস চিন্তিত ছিল ভোট ব্যাঙ্ক নিয়ে, ঝাড়খণ্ডে এসে জানালেন মোদী

অযোধ্যা নয়, কংগ্রেস চিন্তিত ছিল ভোট ব্যাঙ্ক নিয়ে, ঝাড়খণ্ডে এসে জানালেন মোদী

Google Oneindia Bengali News

কংগ্রেস অনেক আগেই পারত অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার সমাধান করতে, কিন্তু তারা ভোট ব্যাঙ্ক নিয়ে চিন্তিত ছিল। সোমবার ঝাড়খন্ডের ডালটনগঞ্জে এসে প্রকাশ্য সমাবেশে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অযোধ্যা নয়, কংগ্রেস চিন্তিত ছিল ভোট ব্যাঙ্ক নিয়ে, ঝাড়খণ্ডে এসে জানালেন মোদী


প্রধানমন্ত্রী বলেন, '‌কংগ্রেসের এই মনোভাব দেশের মানুষকে আঘাত দিয়েছে।’‌ মোদী এ প্রসঙ্গে গুরুত্ব দিয়ে জানান যে কয়েক দশক ধরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তাতে দেশ, সমাজ এবং সম্প্রদায়ের মধ্যে বিভাজন ও দেওয়াল গড়ে উঠেছে। মোদী নিজের সরকারকে নিয়ে জানান যে তারাই দীর্ঘদিন ধরে বিচারাধীন অযোধ্যা মামলার মীমাংসা করতে সক্ষম হয়েছে। নরেন্দ্র মোদীর আগে গত সপ্তাহেই অযোধ্যা নিয়ে কংগ্রেসকে তুলোধনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

তিনি জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায় দেরিতে হওয়ার জন্য কংগ্রেসই দায়ি। এদিন নরেন্দ্র মোদী তাঁর সরকারের প্রকল্প নিয়ে কথা বলার পর তিনি জানান যে কংগ্রেস ইচ্ছাকৃতভাবে রাম জন্মভূমি অযোধ্যা বিতর্ককে আগুনের ওপর ঝুলিয়ে রেখেছিল। মোদী বলেন, '‌যদি কংগ্রেস চাইত তবে অযোধ্যা বিতর্কের সমাধান হতে পারত, কিন্তু সেটা হয়নি কারণ কংগ্রেস ভোট ব্যাঙ্ক নিয়ে চিন্তিত ছিল।’‌ যদিও মোদী এর থেকে বেশি কিছু বিস্তারিতভাবে বলেননি।

প্রসঙ্গত গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ রাম লল্লার পক্ষে রায় দিয়ে জানান যে অযোধ্যা বিতর্কিত জমিতে রাম মন্দির হবে। মোদী জানান, বিজেপি দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই মামলার সমাধান যতশীঘ্র সম্ভব সমাধান করা হবে এবং বিজেপি সেই প্রতিশ্রুতি রেখেছে। ঝাড়খণ্ডের জল, জঙ্গল এবং জমিকে রক্ষা করার দায়িত্ব বিজেপি সরকার ও রাজ্যের, সেই প্রতিশ্রুতিও রক্ষা করা হবে বলে জানিয়েছে মোদী।

জেলে রয়েছেন বিধায়করা, এ বছর ঝাড়খণ্ডে নির্বাচনে লড়বেন স্ত্রী–কন্যারাজেলে রয়েছেন বিধায়করা, এ বছর ঝাড়খণ্ডে নির্বাচনে লড়বেন স্ত্রী–কন্যারা

English summary
The Bharatiya Janata Party promised the country that this issue would be resolved as soon as possible and delivered on this promise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X