For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে করোনা সংক্রমণ নিয়ে স্বস্তির খবর দিলেন কেজরিওয়াল

Google Oneindia Bengali News

টানা ১০১ দিন সিএএ বিরোধী বিক্ষোভ চলার পর করোনা ভাইরাসের লকডাউনের কারণে শাহিনবাগ থেকে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। আর এরপরই দিল্লিতে করোনা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক সাংবাদিক সম্মেলনে ইতিবাচক খবর শোনান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি

নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল জানান, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। দেশে সর্বত্র যেখানে ক্রমেই সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে, সেখানে এই খবর নিঃসন্দেহে ভালো।

দিল্লিতে এখনও পর্যন্ত ৩১ জন করোনা সংক্রমণে আক্রান্ত

দিল্লিতে এখনও পর্যন্ত ৩১ জন করোনা সংক্রমণে আক্রান্ত

দিল্লিতে এখনও পর্যন্ত ৩১ জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৬ জন। এদিকে করোনা সংক্রমিতদের একজন শাহিনবাগের বিক্ষওভকারী বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতি শাহিনবাগে বাকিদের মধ্যে এই সংক্রমণ ছড়িয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

লকডাউনে দিল্লি

লকডাউনে দিল্লি

গোটা দিল্লি লকডাউন করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অত্যাবশ্যকীয় পন্যের সামগ্রি দিল্লিতে নিয়ে ঢুকতে হলেও কাগজ দেখাতে হবে বলে নির্দেশিকা জারি হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত দেশের অধিকাংশ শহরেই লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে এর আগে দিল্লিতে সমস্ত বিমান অবতরণের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

English summary
no new cases of coronavirus in delhi in last 24 hours says arvind kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X