For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি চাকরি মিলবে না দু'টি বেশি সন্তান থাকলে! বিজেপি শাসিত এই রাজ্যে নয়া নিয়ম

এবার থেকে দু'টির বেশি সন্তান হলে আর মিলবে না সরকারি চাকরি। এমনই নিয়ম লাগু হতে চলেছে ২০২১ সাল থেকে। তবে এই নিয়ম কেবলমাত্র বিজেপি শাসিত অসমের জন্য। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসম মন্ত্রিসভার জন্য।

  • |
Google Oneindia Bengali News

এবার থেকে দু'টির বেশি সন্তান হলে আর মিলবে না সরকারি চাকরি। এমনই নিয়ম লাগু হতে চলেছে ২০২১ সাল থেকে। তবে এই নিয়ম কেবলমাত্র বিজেপি শাসিত অসমের জন্য। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসম মন্ত্রিসভার জন্য।

২ টির বেশি সন্তান থাকলে সরকারি চাকরি মিলবে না! বিজেপি শাসিত এই রাজ্যে নয়া নিয়ম

আগামী ২০২১ সাল থেকে অসমে কোনও সরকারি চাকরি তাঁদের দেওয়া হবে না, যাঁদের ২ টির বেশি সন্তান রয়েছে। অসম মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নতুন জমি নীতির সাপেক্ষে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই সিদ্ধান্তটি উঠে এসেছে। মন্ত্রিসভায় ঠিক করা হয়, যাঁরা জমিহীন, তাঁদের ৩ বিঘা জমি দেওয়া হবে। আর আধ বিঘা জমি দেওয়া হবে তাঁদের বাড়ি তৈরির জন্য।

প্রসঙ্গত, অসমে 'ছোট পরিবার' সম্পর্কে জনস্বার্থে একাধিক বার্তা দেওয়া হয়েছে। আর সেই বার্তা মেনেই এমন পদক্ষেপ নিচ্ছে অসম সরকার। উল্লেখ্য, অসমে এনআরসির পর থেকে এই নতুন পদক্ষেপ ঘিরেও চাঞ্চল্য শুরু হয়েছে । প্রসঙ্গত, এনআরসিতে প্রায় ১৯ লাখ মানুষ বাদ গিয়েছেন তালিকা থেকে। অসমে তৈরি হয়েছে ডিটেনশন ক্যাম্প। এমন অবস্থায় সরকারি চাকরি নিয়ে রাজ্য সরকারের নয়া পদক্ষেপ ঘিরে জনমত কোনদিকে যায় সেদিকে নজর গোটা দেশের।

[ সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে আইন, প্রতিবাদে প্রথম পাতার শব্দ কালো কালিতে মুছল শীর্ষ পত্রিকাগুলি][ সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে আইন, প্রতিবাদে প্রথম পাতার শব্দ কালো কালিতে মুছল শীর্ষ পত্রিকাগুলি]

English summary
No Govt Jobs For Those With More Than 2 Kids in Assam to be staart from 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X