For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের গণতন্ত্র নেই, মানুষ রয়েছেন ভয়ে! গুলাম নবির দাবিতে চাঞ্চল্য

জম্মু ও কাশ্মীরে গণতন্ত্র নেই। মানুষ রয়েছেন ভয়ে। এমনটাই অভিযোগ গুলাম নবি আজাদের। ৩৭০ ধারা বিলোপের পর রাজ্য পরিস্থিতি কী তা জনতে ছয় দিনের সফরে দিয়েছেন কংগ্রেস নেতা ।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে গণতন্ত্র নেই। মানুষ রয়েছেন ভয়ে। এমনটাই অভিযোগ গুলাম নবি আজাদের। ৩৭০ ধারা বিলোপের পর রাজ্য পরিস্থিতি কী তা জনতে ছয় দিনের সফরে দিয়েছেন কংগ্রেস নেতা । দিল্লির বিমান ধরার আগে তিনি বলেন, একদিকে যেমন কাশ্মীরের মানুষের মধ্যে হতাশা রয়েছে, ঠিক তেমনই জম্মুর মানুষের মধ্যেও হতাশা বিরাজ করছে। তাঁর দাবি বিজেপি সমর্থক ১০০ থেকে ২০০ জনকে বাদ দিলে, কেউই ৩৭০ ধারা বিলোপে খুশি নন।

কাশ্মীরের গণতন্ত্র নেই, মানুষ রয়েছেন ভয়ে! গুলাম নবির দাবিতে চাঞ্চল্য

গত শুক্রবার কাশ্মীরের গিয়েছিলেন গুলাম নবি। সেখানে ৪ দিন কাটান তিনি। বলেন, উপত্যকার পরিস্থিতি খুবই খারাপ। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এটাই তাঁর প্রথম সফর।

এর আগে বেশ কয়েকবার শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়েছিল তাঁকে। প্রশাসনই কাশ্মীরে সন্ত্রাস কায়েম করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। গণতন্ত্রে লেশমাত্র নেই। অভিযোগ করেছেন গুলাম নবি।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, মানুষ সেখানে কথা বলতেই ভয় পাচ্ছেন। অনেকেই মনে করছেন তাঁর কথা সরকারের কাছে পৌঁছে যাবে। তাঁর অভিযোগ, রাজ্যের বিশেষ মর্যাদা তোলার সঙ্গে সঙ্গেই কণ্ঠস্বরও যেন দমন করা হয়েছে। সেখানে বাক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা বা আন্দোলনের স্বাধীনতার কোনও জায়গা নেই বলেও অভিযোগ করেছেন গুলাম নবি।

সফরের দ্বিতীয় দফায় জম্মুতে তিনি অভিযোগ করেন, যেসব জায়গায় যাওয়ার পরিকল্পনা তিনি করেছিলেন, তার ১০ শতাংশ জায়গাতে তিনি যেতে পারেননি প্রশাসনের বাধায়। তাঁর জম্মু সফরের সময় বিভিন্ন সংগঠনের তরফ থেকে তাঁর সঙ্গে সাক্ষাৎ করা হয়। যাদের মধ্যে পরিবহণ, ব্যবসায়ী, কিংবা সীমান্ত এলাকার বাসিন্দাদের সংগঠনও ছিল।

[ মেহুলকে 'কুটিল'! অ্যান্টিগা সরকারের প্রত্যার্পণ নিয়ে বড় বার্তা ][ মেহুলকে 'কুটিল'! অ্যান্টিগা সরকারের প্রত্যার্পণ নিয়ে বড় বার্তা ]

১৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশের ফলেই গুলাম নবি আজাদের কাশ্মীর সফর সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছিল তিনি চার জেলা শ্রীনগর, জম্মু, বারামূলা এবং অনন্তনাগে যেতে পারবেন

 [ প্রশান্ত কিশোরের মোদীর প্রশংসায় অস্তস্তি! তৃণমূলের সাফাই নিয়ে 'লিঙ্কম্যান' কটাক্ষ বিরোধীদের] [ প্রশান্ত কিশোরের মোদীর প্রশংসায় অস্তস্তি! তৃণমূলের সাফাই নিয়ে 'লিঙ্কম্যান' কটাক্ষ বিরোধীদের]

English summary
No democracy in Jammu and Kashmir, Congress leader Ghulam Nabi Azad told after visiting the state. He also alleged people are leaving in fear.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X