For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার নির্বাচনে জিতবে কে, কার কত আসন! এবিপি-সি ভোটারের সমীক্ষা রিপোর্ট একনজরে

করোনা আবহের মধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পরই এবিপি-সি ভোটারের সমীক্ষা রিপোর্ট পূর্বাভাস দিল।

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পরই এবিপি-সি ভোটারের সমীক্ষা রিপোর্ট পূর্বাভাস দিল বিহার বিধানসভার সম্ভাব্য ফল নিয়ে। ২৫ হাজার ৭৮৯ জনের মধ্যে সমীক্ষা চালিয়ে বিজেপি জোটের পক্ষে রায় দিয়েছে সমীক্ষা।

দুই তৃতীয়াংশ আসন পাবে বিজেপি-জেডিইউ জোট!

দুই তৃতীয়াংশ আসন পাবে বিজেপি-জেডিইউ জোট!

এবিপি-সি ভোটার সমীক্ষায় ইঙ্গিত বিহারে ফের ক্ষমতায় ফিরতে চলছেন নীতিশ কুমার। নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি জোটের কপালেই উঠতে চলেছে বিজয় তিলক। এমনই আভাস দিয়েছে সমীক্ষা। ২৪৩ আসনের বিধানসভায় প্রায় দুই তৃতীয়াংশ আসন দখল করতে পারে বিজেপি-জেডিইউ জোট।

কত আসন পাবে বিজেপি-জেডিইউ, আভাস সমীক্ষায়

কত আসন পাবে বিজেপি-জেডিইউ, আভাস সমীক্ষায়

এবিপি-সি ভোটার সমীক্ষার পূর্বাভাস, বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন জোট ২০২০-র নির্বাচনে ১৪১ থেকে ১৬১টি আসন পেতে পারে। এই সমীক্ষা রিপোর্ট সত্যি হলে বিহার নির্বাচনে জিতে চারবারের জন্য নীতীশ কুমারের বিহারের কুর্সি দখল একপ্রকা পাকা। মহাজোটকে এবার নীতীশ কুমারের নেতৃ্ত্বাধীন জোটের কাছে পর্যুদস্ত হতে হবে।

কংগ্রেস ও আরজেডি জোট কত আসন পাবে

কংগ্রেস ও আরজেডি জোট কত আসন পাবে

নীতীশের নেতৃত্বধীন বিজেপি-জেডিইউ জোট যেখানে সর্বোচ্চ ১৬১টি আসন পেতে পারে, সেখানে বিরোধী মহাজোট পেতে পারে সর্বো্চ ৮৪টি আসন। এবিপি-সি ভোটার সমীক্ষার পূর্বাভাস তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস ও আরজেডি জোট পেতে পারে ৬৪ থেকে ৮৪টি আসন। এবিপি-সি ভোটার সমীক্ষায় ইঙ্গিত বিহারে অন্যান্য দলগুলি সাকুল্যে পেতে পারে ১৩ থেকে ২৩টি আসন।

বিহারের ২০১৫-র নির্বাচনের ফল

বিহারের ২০১৫-র নির্বাচনের ফল

বিহারের ২০১৫-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল বিরোধী মহোজোটের। সেই মহাজোটে ছিলেন নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব। বিজেপি পেয়েছিল ৫৩টি আসনম। আর মহাজোটের মধ্যে সর্বোচ্চ আসন পেয়েছিল আরজেডি ৮০টি, জেডিইউ ৭১টি এবং কংগ্রেস ২৭টি।

English summary
Nitish Kumar-led BJP and JDU alliance will win in 2020 Assembly Election in Bihar According to ABP-C voter survey.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X