For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক মন্দা নিয়ে খোদ অর্থমন্ত্রীর স্বামীর সমালোচনার মুখে মোদী সরকার! তোলপাড় রাজনীতি

ভারতীয় অর্থনীতির চরম আর্থিক মন্দা নিয়ে গোটা দেশে মোদী সরকারের সমালোচনায় নেমেছেন অনেকেই। ক্রমাগত গাড়ির বাজারে মন্দা, তথা অটোমোবাইল সেক্টরে নিম্নগতি

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় অর্থনীতির চরম আর্থিক মন্দা নিয়ে গোটা দেশে মোদী সরকারের সমালোচনায় নেমেছেন অনেকেই। ক্রমাগত গাড়ির বাজারে মন্দা, তথা অটোমোবাইল সেক্টরে নিম্নগতি, অন্য়দিকে আর্থিক উন্নতির হার নিম্নমুখী, সবদিক মিলিয়ে চূড়ান্ত বিপর্যয়ে এখন ভারতীয় অর্থনীতি। আর এমন পরিস্থিতিতে খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীই সমালোচনায় মুখর হলেন মোদী সরকারের বিরুদ্ধে।

আর্থিক মন্দা নিয়ে খোদ অর্থমন্ত্রীর স্বামীর সমালোচনার মুখে মোদী সরকার! দিলেন মনমোহন জমানার উদাহরণ

এক সর্বভারতীয় সংবাদপত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পারাকাল প্রভাকর নিজের এক আর্টিক্যালে লিখেছেন , নেহরুর সমাজাজিক ভাবনায় অনুপ্রাণিত সমাজই প্রয়োজন এখন। বিজেপি যেভাবে নিজের গোঁড়া অবস্থানে অনড় তারও সমালোচনা করতে ছাড়েননি নির্মলা সীতারমনের স্ত্রী প্রভাকর। তাঁর দাবি, পুঁজিবাদী অর্থনীতিতে বিভোর বিজেপি সরকার। প্রভাকরের দাবি. নেহরু-চিন্তাভাবনাকে সমালোচনার স্বার্থেই যেন দেশের অর্থনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি। নির্মলা সীতারমনের স্বামী প্রভাকরের দাবি, বিজেপির শেখা উচিত নরসিমহা রাও বা মনমোহন সিং সরকারের আমলের অর্থনীতি থেকে।

[ বাঙালি ঘরের বধূ এস্থারও জিতে নিলেন 'নোবেল ২০১৯' ! অভিজিৎ-পত্নীর কাহিনি একনজরে][ বাঙালি ঘরের বধূ এস্থারও জিতে নিলেন 'নোবেল ২০১৯' ! অভিজিৎ-পত্নীর কাহিনি একনজরে]

প্রসঙ্গত, এর আগে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তরফে ভারতের প্রতি সতর্কতা জারি করে বলা হয়, ভারত আরও বেশি অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। ২০১৯ সালে ব্রাজিল বা ভারতের মতো উন্নয়নশীল দেশ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বে বলে মনে করছে আইএমএফ। এমন এক পরিস্থিতিতে খোদ অর্থমন্ত্রীর স্বামীর এমন এক প্রতিক্রিয়া রীতিমতো হতবাক করেছে অনেককেই।

English summary
Nirmala Sitharam's Husband Parakala Prabhakar Criticises Modi Govt on Economic Slowdown.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X