For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌কার্ফু, সীমিত অতিথি সংখ্যা, দেশের এই রাজ্যগুলিতে সংক্রমণ রোধে চালু নয়া নিয়ম

দেশের এই রাজ্যগুলিতে সংক্রমণ রোধে চালু নয়া নিয়ম

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে নিষেধাজ্ঞা জারি হয়েছে দেশের অত্যাধিক ক্ষতিগ্রস্ত শহরগুলিতে। যাতে সংক্রমণের চেন ভাঙে। ইতিমধ্যেই দিল্লি ও নয়ডাতে বিয়ের অনুষ্ঠানে অতিথি সংখ্যার ওপর কাটছাট করা হয়েছে, জারি হয়েছে রাত্রিকালীন কার্ফু এবং ১৪৪ ধারা জারি করা হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশ সহ অন্যান্য রাজ্যে। সরকার যেনতেন প্রকারে এই সংক্রমণের চেন ভাঙতে বদ্ধ পরিকর। এবার একনজরে দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে কি কি নতুন নিয়ম চালু করা হয়েছে।

দিল্লি

দিল্লি

❑‌ জন বহুল এলাকায় যদি কেউ মাস্ক না পরে থাকে, তবে সেই পুরুষ/‌মহিলাকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে।

❑ দিল্লিতে বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি নয়।

❑ দিল্লির বাজার এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

❑ নাগরিকদের সাবধানতা অবলম্বন করা উচিত, তবে পুরো লকডাউন হচ্ছে না রাজধানীতে।

❑ তামাকজাত জিনিস সেবন করলে, জন বহুল এলাকায় থুতু ফেললে, কোয়ারেন্টাইন নিয়ম ভঙ্গ করলে এবং শারীরিক দুরত্ব বজায় না রাখলে সেক্ষেত্রেও ২০০০ টাকা জরিমানা দিতে হবে।

নয়ডা

নয়ডা

❑ গৌতম বুদ্ধ প্রশাসন তাদের শহরের বিয়ের অনুষ্ঠানে ২০০ জন অতিথি থেকে কমিয়ে ১০০ জনে নিয়ে এসেছে।

 মহারাষ্ট্র

মহারাষ্ট্র

❑ বিএমসি মুম্বইয়ের সব স্কুলকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর আগে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর।

❑ বিএমসি অনুমোদিত স্কুলগুলি এ বছর আর খোলা হবে না।

❑ মুম্বইয়ে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে অতিথি সংখ্যা ১০০ জনের বেশি অনুমোদিত নয়।

গুজরাত

গুজরাত

❑ শুক্রবার থেকে সকাল ৯টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত আহমেদাবাদে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। একমাত্র ওষুধ ও দুধ বিক্রির ওপর ছাড় আছে।

❑ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আহমেদাবাদে প্রতিদিন রাত ন'‌টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাত্রিকালীন কার্ফু জারি।

❑ ২৩ নভেম্বর স্কুল খোলার কথা থাকলেও তা ফের বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

❑ রাজকোট, সুরাত ও বদোদরাতেও রাত্রিকালীন কার্ফু জারি রয়েছে।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

❑ ২১ নভেম্বর থেকে রাত্রিকালীন কার্ফু জারি রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, গোয়ালিয়র, রত্লাম এবং বিদিশা এই পাঁচ শহরে রাত দশটা থেকে ভোর ৬টা পর্যন্ত

❑ লকডাউন জারি করা না হলেও কনটেইনমেন্ট জোন করা হয়েছে। তবে আন্তঃরাজ্য ও আন্তঃজেলায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

❑ প্রথম থেকে অষ্ট শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ক্ষেত্রে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছেতবে ৯-১২ ক্লাসের পড়ুয়ারা বর্তমান নির্দেশে স্কুল যাচ্ছে।

❑ ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে সিনেমা হলগুলিও চলছে এই রাজ্যে।

রাজস্থান

রাজস্থান

❑ ২০ ডিসেম্বর পর্যন্ত জয়পুরে ১৪৪ ধারা জারি রয়েছে।

❑ জয়পুর সহ যোধপুর, কোটা, বিকানির, উদয়পুর, আজমের, আলওয়ার ও ভিলওয়ারা এই আটটি জেলার সদরে রাত্রিকালীন কার্ফু জারি আছে।

❑ মার্কেট, রেস্তোরাঁ, বাণিজ্যিক দোকান ইত্যাদি সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করে দেওয়া হবে এবং এই শহরগুলিতে সন্ধ্যা আটটা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকবে।

❑ বিয়ে, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানে ১০০ বেশি মানুষ জমায়েত হতে পারবে।

❑ মাস্ক না পরার জরিমানার অর্থ বাড়ানো হয়েছে।

গুরুগ্রাম

গুরুগ্রাম

❑ হরিয়ানা সরকার এই পরিস্থিতিতে রাজ্যের সব স্কুল ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর আগে ১৭৪ জন পড়ুয়া ও ১০৭ জন শিক্ষকের করোনা পজিটিভ ধরা পড়েছিল স্কুল খোলা মাত্রই।

 হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশ

❑ ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ

❑ রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাত্রিকালীন কার্ফু জারি শিমলা, মান্ডি, কাঙ্গরা ও কুলু জেলায়।

❑ ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের ৫০ শতাংশ সরকারি অফিসে হাজিরা দিতে পারবেন।

❑ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানে ২০০ জন অতিথির অনুমোদন।

❑ জনবহুল এলাকায় মাস্ক না পরলে ১০০০ টাকার জরিমানা।

আগামী কয়েক মাসের মধ্যেই করোনা টীকা পাবেন ৩০ কোটি ভারতীয়! প্রস্তুতি তুঙ্গেআগামী কয়েক মাসের মধ্যেই করোনা টীকা পাবেন ৩০ কোটি ভারতীয়! প্রস্তুতি তুঙ্গে

English summary
new restrictions imposed in these cities as covid cases surge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X