For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগাল্যান্ড ভোটের বাকী এখনও দুই সপ্তাহ, তার আগেই নিজের কেন্দ্রে জিতে গেলেন প্রার্থী

নাগাল্যান্ডে বিধানসভা ভোটের আগে এখনও দুই সপ্তাহ সময় রয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে ভোট রয়েছে। তার দুই সপ্তাহ আগেই জিতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।

  • |
Google Oneindia Bengali News

নাগাল্যান্ডে বিধানসভা ভোটের আগে এখনও দুই সপ্তাহ সময় রয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে ভোট রয়েছে। তার দুই সপ্তাহ আগেই জিতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। উত্তরের আনগামি-২ আসন থেকে ইতিমধ্যে জয়ী ঘোষণা হয়েছেন তিনি।

নাগাল্যান্ড ভোটের বাকী এখনও দুই সপ্তাহ, তার আগেই জিতলেন রিও

রিও ভোটের আগেই জয়ী হয়েছেন কারণ বিরোধী নাগা পিপলস ফ্রন্ট তাদের প্রার্থীপদ প্রত্যাহার করেছে। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে ভোটের আগেই জিতে গিয়েছেন রিও।

গত মাসে রিও নাগা পিপলস ফ্রন্ট ছেড়ে নবগঠিত ন্য়াশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টিতে যোগ দিয়েছেন। এই দলটি বিজেপির সঙ্গে রয়েছে। এবারেও রিও-র নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার নাগা পিপলস ফ্রন্ট প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অভিজিৎ সিনহা রিওকে জয়ী ঘোষণা করেছেন। বিপক্ষে ভোটে লড়ছিলেন রিওর শ্যালক চুপফুও আনগামি। তাঁর ভোটে জেতার আশা নেই বলে লড়বেন না বলে চুপফুও জানিয়ে দিয়েছেন।

এই প্রথম নয়, এর আগে ১৯৯৮ সালেও কংগ্রেস প্রার্থী হিসাবে রিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতেছেন। সেবছর বিরোধীরা নির্বাচন বয়কট করেছিল। নাগাল্যান্ডে একটিইমাত্র লোকসভা আসন রয়েছে। সেটায় ২০১৪ সালে জিতে রিও রাজ্যের একমাত্র সাংসদ হয়েছেন।

এবারে বিধানসভা ভোটে জেতার পরে সম্ভবত মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি। সেরকম হলে লোকসভা আসনটি ছেড়ে দেবেন। এর আগে ২০০৩-১৪ সাল পর্যন্ত নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসাবে রিও কাজ করেছেন।

English summary
Neiphiu Rio, former CM has already won unopposed two weeks before Nagaland elections 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X