For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনধ : ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের সমস্ত আপডেট

Google Oneindia Bengali News

সরকারের শ্রমিক নীতির বিরোধিতা করে বুধবার ৮ জানুয়ারি দেশ জুড়ে বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মিলিতভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকারের সঙ্গে বৈঠকের পরই। ট্রেড ইউনিয়নগুলির বেকারত্ব, ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা সহ নানা দাবি নিয়ে কেন্দ্র সেভাবে কর্ণপাত করেনি বলেই অভিযোগ ইউনিয়নের। সবমিলিয়ে দেশ জুড়ে এই বনধের কী প্রভাব পড়েছে তা দেখে নেওয়া যাক একনজরে।

LIVE ভারত বনধ : ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের সমস্ত আপডেট

Newest First Oldest First
4:07 PM, 8 Jan

বনধের নামে সস্তার পাবলিসিটি করছে বামেরা, এর থেকে কেরলের সিপিএম ভাল: মমতা
4:06 PM, 8 Jan

ভারত বনধকে কেন্দ্র করে সকাল থেকেউ উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহ। সকাল ১০টা নাগাদ বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টা খানেক সেখানে অবরোধ চলার পর পুলিস আসে ঘটনাস্থলে। বনধ সমর্থকদের ওঠানোর েচষ্টা করে পুলিস। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
1:42 PM, 8 Jan

বামেদের ভারত বনধের কড়া সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
11:24 AM, 8 Jan

এন্টালিতে বনধের সমর্থনে মিছিলে সূর্যকান্ত মিশ্র সহ একাধিক বাম নেতা
11:20 AM, 8 Jan

দুর্গাপুরে বাইক আরোহীকে মারধর বনধ সমর্থকদের
10:57 AM, 8 Jan

বনধ ঘিরে উত্তেজনা যাদবপুরে,জোর করে দোকান বন্ধ করার অভিযোগ, গ্রেফতার করা হয় সুজন চক্রবর্তীকে। প্রতিবাদে পুলিসের গাড়ি ভাঙচুর বনধ সমর্থকদের
10:25 AM, 8 Jan

দমদম মেট্রো স্টেশনে আন্দোলনকারীরা ঢুকে গিয়ে মেট্রো অবরোধের চেষ্টা করে
10:10 AM, 8 Jan

দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় এর দিক থেকে নিউটাউন এর দিকে আসার মূল রাস্তা ৩০ মিনিট অবরোধ করে রাখায় যানজট হয়। অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা।
10:09 AM, 8 Jan

নিউটাউনের বালিগড়ি সিরিজ বাগান ১৬ নম্বর জলের ট্যাংকের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন সিপিআইএম সমর্থক এসে রাস্তা অবরোধ করে। প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখার পর টেকনো সিটি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
10:08 AM, 8 Jan

উত্তর 24 পরগনার দমদম বিমানবন্দরে এক নম্বর গেটে বন্ধ করে। অবরোধে চিনার পার্ক এলাকায়।
9:54 AM, 8 Jan

মালদহ, গড়বেতায় বাস ভাঙচুর বনধ সমর্থকদের
9:51 AM, 8 Jan

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বাম-কংগ্রেসের ডাকা এন আর সি'র প্রতিবাদে কর্মনাশা বনধকে ব্যার্থ করল উত্তর দিনাজপুর জেলার সাধারন মানুষ। বনধে রায়গঞ্জে জনজীবন স্বাভাবিক।
9:50 AM, 8 Jan

বসিহাট মহাকুমার স্বরূপনগর সীমান্তের বন সমর্থনকারীদের সঙ্গে যাত্রীদের বচসা গাড়ি ছাড়তে বাধ্য হল বন্ধ সমর্থনকারীরা
9:06 AM, 8 Jan

বারাসত, হৃদয়পুর, যাদবপুর, হিজলি কাঁচড়াপাড়া, হাসনাবাদ শাখায় ভ্যাবলা স্টেশনে রেল অবরোধ করা হয়েছে। অন্যদিকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ওভারহেডে কলাপাতা ফেলে ট্রেন আটকেছেন ধর্মঘটীরা। পাশাপাশি হাওড়া মেন লাইনের চুঁচুড়া-হুগলী স্টেশনের মাঝে এবং হিন্দমোটর স্টেশনেও চলছে রেল অবরোধ। রেল অবরোধ চলছে মেদিনীপুর স্টেশনে লাইনে নেমে রেল অবরোধ করছেন ধর্মঘটীরা। ধর্মঘটের জেরে স্টেশনে স্টেশনে আটকে পড়েছে বেশ কিছু ট্রেন। ট্রেন চলাচল ব্যাহত।
8:45 AM, 8 Jan

বাম কংগ্রেসের সাধারণ ধর্মঘট কোন প্রভাব পড়েনি বসিরহাট ভারত বাংলাদেশের ঘোড়াডাঙ্গা সীমান্তে
8:45 AM, 8 Jan

হাসনাবাদ শিয়ালদা লাইনে বসিরহাটে ভাবলে স্টেশনে বাম কংগ্রেসের ট্রেন অবরোধ ডাউন শিয়ালদা লোকাল দাঁড়িয়েছে
8:44 AM, 8 Jan

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক জায়গায় তারের ওপর কলাপাতা ফেলে বনধ পালন, ব্যাহত দক্ষিণ শাখায় ট্রেন চলাচল
8:44 AM, 8 Jan

বারাসাত শিয়ালদা শাখার হৃদয়পুর স্টেশনে ডাউন দত্তপুকুর লোকালের নীচে মিলল বোমা। সকালে রেললাইনে ৩টি বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। দ্রুত ট্রেন খালি করার চেষ্টা করে পুলিশ। তবে অনেক যাত্রীই ট্রেন থেকে নামতে চাননি। কিছুক্ষণ পরে ঝুঁকি নিয়েই বোমাগুলিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
8:23 AM, 8 Jan

দমদম স্টেশনে মেট্রো ও রেলের টিকিট কাউন্টার বন্ধ করে দিল ধর্মঘটীরা
8:11 AM, 8 Jan

যাদবপুর স্টেশনে রেল অবরোধ ধর্মঘটীদের
8:11 AM, 8 Jan

গোলপার্কে কাছে টায়ার জ্বালিয়ে অবরোধ বাম সমর্থকদের
8:09 AM, 8 Jan

হিন্দমোটরে রেল অবরোধ ধর্মঘটীদের
8:08 AM, 8 Jan

বারাতসের চাঁপাডালি মোড়ে অবরোধ বনধ সমর্থকদের
7:44 AM, 8 Jan

পাঁশকুড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ আন্দোলনকারীদের
7:43 AM, 8 Jan

জলপাইগুড়িতে বাস চালাতে বাঁধা দিল ধর্মঘটীরা
7:41 AM, 8 Jan

যাদবপুরে স্বাভাবিক যান চলাচল, শ্যামবাজারেও স্বাভাবিক যান চলাচল
7:40 AM, 8 Jan

ধর্মঘটের সমর্থনে যাদবপুরে মিছিল বামেদের
12:52 AM, 8 Jan

কৃষক ও কৃষিজীবী ১৭৫টি সংগঠনও এই বনধে একজোট হয়ে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে।
12:52 AM, 8 Jan

এয়ার ইন্ডিয়ার বিক্রির সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বিসিপিএল বিক্রি হচ্ছে, বিএসএনএল-এমটিএলএল সংযুক্ত হয়েছে। ফলে অনেকের চাকরি গিয়েছে বা আগে অবসরে বাধ্য করা হয়েছে।
12:51 AM, 8 Jan

এর পাশাপাশি বেশ কয়েকটি পাবলিক সেক্টর ইউনিটকে বেসরকারি হাতে দিয়ে দেওয়ার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়েছে। ১২টি বিমানবন্দর ইতিমধ্যে বেসরকারি হাতে দেওয়া হয়েছে।
READ MORE

English summary
Nationwide Strike : Bharat Bandh on January 8, Wednesday, Get Live updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X