For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে NRC এখনই লাগু হচ্ছে না! কেন্দ্র দিল কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে রীতিমতো তোলপাড় গোটা দেশ। দিল্লি থেকে কর্ণাটক, উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ, গুয়াহাটি থেকে মুম্বই পর্যন্ত বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে 'ধীরে চলো নীতিতে' হাঁটতে চাইছে কেন্দ্র। অন্যদিকে, একইভাবে এনআরসি নিয়েও বেশ কয়েকটি পরিকল্পনা থমকে রয়েছে বলে জানা গিয়েছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন ও কেন্দ্রের অবস্থান

ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন ও কেন্দ্রের অবস্থান

সালের ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন অ্যাক্টের নিয়ম অনুযায়ী এখনও কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। এই বিজ্ঞপ্তি একমাত্র জারি হলেই , তবেই গোটা দেশে এই নিয়ম জারি হওয়ার কথা। তবে এখনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় কোনও প্রশ্নই নেই এক্ষুনি এনআরসি হওয়ার।

 স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে কী জানানো হয়েছে?

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে কী জানানো হয়েছে?

স্বরাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডি জানিয়েছেন, 'আমরা শুধু জানিয়েছে আমাদের ইচ্ছা রয়েছে এআরসি গোটা দেশে লাগু করার। তবে এনআরসি নিয়ে কোনও দিনক্ষণ এখনও তৈরি হয়নি। ' তিনি জানান এখনও পর্যন্ত 'এনআরসি রুল' সরকারী পদ্ধতিতে লাগুই হয়নি। সাপ ভাষায় রেড্ডি বলেন, 'এনআরসি এখনই হবেনা'।

এনআরসি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা বাকি

এনআরসি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা বাকি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডি বলেন, বহু জায়গায় এনআরসি নিয়ে ভুয়ো তথ্য প্রদান করা হচ্ছে। বলা হচ্ছে, ইসলাম ধর্মাবলম্বীদের সরিয়ে দেওয়া হবে দেশ থেকে। তবে এমন কিছুই করা হবে না। এর আনুষ্ঠানিক ঘোষণা যে করা হয়নি , তা বিজ্ঞাপন নিয়ে মানুষকে জানানো হচ্ছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

এনআরসি ও অমিত শাহ

এনআরসি ও অমিত শাহ

সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ বার্তায় বলেছিলেন, দেশ জুড়ে এনআরসি হবে। এরপরই বেঁকে বসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল প্রতিবাদ গড়ে তোলেন তিনি। একই সুরে সুর মেলান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এরপরই দেশ জুড়ে নাগরিকত্ব বিল ইস্যুতে শুরু হয়েছে বিক্ষোভ। আর ঠিক তার পরেই খানিকটা নড়েচড়ে বসে কেন্দ্র। এবার এনআরসি নিয়ে কার্যত 'থমকে' গিয়েছে কেন্দ্রের পদক্ষেপ। সাম্প্রতিক রিপোর্ট তেমনই বলছে।

English summary
Nationwide NRC may not going to be happen immediately,says MHA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X