For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হরিদ্বার থেকে হলিউডে' করোনার আবহে কী নিয়ে আলোচনা চলছে! খোলসা করলেন মোদী

'হরিদ্বার থেকে হলিউডে' করোনার আবহে কী নিয়ে আলোচনা চলছে! খোলসা করলেন মোদী

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে এদিন মাসের শেষ রবিবার ছিল নরেন্দ্র মোদীর 'মন কী বাত' অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান ঘিরে একাধিক আলোচনা শুরু হয়েছিল। এদিন বিভিন্ন বিষয়ের পাশাপাশি মোদী যোগভ্যাস নিয়ে কথা বলেন।

যোগভ্যাস ও মোদী

যোগভ্যাস ও মোদী

এদিন প্রধানমন্ত্রী বলেন, ' করোনা সংকটের সময়ে যোগভ্যাস খুব জরুরি।' তিনি বলেন, যোগ অভ্যাস যেভাবে মানুষের সঙ্গে সংযুক্ত হলে তা প্রভাব ফেলবে। হলিউড থেকে হরিদ্বারে যোগাভ্যাসের প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে।

 করোনা ও শ্বাস প্রশ্বাস ক্ষমতা

করোনা ও শ্বাস প্রশ্বাস ক্ষমতা

মোদী এদিন বলেন, করোনা ভাইরাস শরীরে প্রবেশ করে শ্বাস প্রশ্বাসের ক্ষমতাকে নষ্ট করে দেয়। আর সেজন্য় যোগভ্যাস প্রয়োজন কারণ যোগভ্যাসের দ্বারা শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা যেমন বাড়ে, তেমনই রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়।

 আয়ুষ মন্ত্রকের বার্তা

আয়ুষ মন্ত্রকের বার্তা

মোদী এদিন বলেন, যোগভ্যাসের দ্বারা শরীর যাতে উদ্ধার হয় ও যোগভ্যাসে আরও বেশি উৎসাহ দিতে আয়ুষ মন্ত্রক নিয়ে আসছে 'মাই লাইফ মাই যোগ' নামের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার দ্বারা বিভিন্ন ধরনের যোগভ্যাসের কথা মানুষের কাছে সহজে পৌঁছে যাবে বলে আশা মোদীর।

 আয়ুষ মন্ত্রকের সাফল্য

আয়ুষ মন্ত্রকের সাফল্য

'আয়ুষমন্ত্রকের দ্বারা দেশের ১ কোটি মানুষ সুবিধা পেয়েছেন।' এই সংখ্যক মানুষ চিকিৎসায় বিভিন্নভাবে সুবিধা পাচ্ছেন বলে দাবি প্রধানমন্ত্রীর। উপভোক্তাদের মধ্য়েই ৭০ শতাংশই দরিদ্র বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। এঁদের মধ্যে বহুজনের চিকিৎসাই সহজ ওষুধে হত না। আর তাঁদের সারিয়ে তোলার জন্য চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সাধুবাদ দেন মোদী।

বাংলা পেতে পারে পূর্ণমন্ত্রী-রাষ্ট্রমন্ত্রীও! মোদীর মন্ত্রিসভায় সম্ভাব্য তালিকায় যে সাংসদরাবাংলা পেতে পারে পূর্ণমন্ত্রী-রাষ্ট্রমন্ত্রীও! মোদীর মন্ত্রিসভায় সম্ভাব্য তালিকায় যে সাংসদরা

English summary
Narendra Modi talks about Yoga and Ayurveda for growing immunity in Coronavirus time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X