For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিশ্বের অর্থনীতিতে ভারত উজ্জ্বল একটি জায়গায় রয়েছে', IMF-এর কথা মনে করালেন প্রধানমন্ত্রী মোদী

গত দুবছরের করোনা ঝড় সামলেছে ভারত! এমনকি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রভাব যখন বিশ্বের অর্থনীতিতে পড়েছে সেই সময়েই অটল থেকেছে ভারতের অর্থনীতি। এমনকি একাধিক ইস্যুকে সামলে দেশের অর্থনীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থনৈতিক

  • |
Google Oneindia Bengali News

গত দুবছরের করোনা ঝড় সামলেছে ভারত! এমনকি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রভাব যখন বিশ্বের অর্থনীতিতে পড়েছে সেই সময়েই অটল থেকেছে ভারতের অর্থনীতি। এমনকি একাধিক ইস্যুকে সামলে দেশের অর্থনীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এমনকি এই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

এই অবস্থায় এবার দেশের অর্থনীতি নিয়ে ফের একবার আশার কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও।

 সবথেকে দ্রুত গতির অর্থনীতির দেশ ভারত

সবথেকে দ্রুত গতির অর্থনীতির দেশ ভারত

মধ্যপ্রদেশ সরকারের তরফে শিল্প সম্মেলনের আয়োজন করা হয়। আর সেখানে একাধিক দেশ এবং বিদেশের শিল্পপতিরা উপস্থিত ছিলেন। আর সেখানেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই দেশের অর্থনীতি নিয়ে একের পর এক সন্তোষজনক বার্তা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। শুধু তাই নয়, বিশ্বের অর্থনীতিতে ভারত উজ্জ্বল একটি জায়গা থেকে রয়েছে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, সবথেকে দ্রুত গতির অর্থনীতির দেশ ভারত হবে বলেও অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) জানিয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি।

ভারতের প্রতি আস্থা

ভারতের প্রতি আস্থা

অন্যদিকে আরও একাধিক বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের কাছে ভারত অন্যতম বিনিয়োগের জায়গা কেন? সেই বিষয়েও ব্যাখ্যা তুলে ধরেন তিনি। বলেন, বিনিয়োগকারীরা চান শক্তিশালী একটা গণতন্ত্র, রাজনৈতিক স্থিরতা এবং তরুন প্রজন্ম। অর্থনীতির উপর নজর রাখে এমন বিশ্বের সংস্থাগুলিও ভারতের প্রতি আস্থা রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কার্যত ভারতের প্রতি বিদেশের বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিও যথেষ্ট সন্তোষজনক বলে ব্যাখ্যা করেন তিনি।

আইএমএফ-এর একটি বক্তব্য তুলে আনেন প্রধানমন্ত্রী।

আইএমএফ-এর একটি বক্তব্য তুলে আনেন প্রধানমন্ত্রী।

এই বিষয়ে কথা বলতে গিয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)-এর একটি বক্তব্য তুলে আনেন প্রধানমন্ত্রী। বলেন, আইএমএম ভারতের অর্থনীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্বের অর্থ ব্যবস্থায় ভারত একটা উজ্জ্বল জায়গা বলেও ব্যাখ্যা করেছে এই আন্তর্জাতিক অর্থভাণ্ডার। আর সেটাই তুলে ধরেন মোদী। শুধু তাই নয়, বিশ্বের অন্যান্য দেশগুলির থেকে ভারত একটা ভালো জায়গাতে আছে বলেও আইএমএফ যে বার্তা দিয়েছে তা এদিন তুলে ধরেন তিনি। দেশ যে সঠিক দিশায় এগোচ্ছে, তা জানিয়ে মোদী আরও বলেন, "অর্থনৈতিক স্থিতি এবং ভারসাম্যই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।"

বলে রাখা প্রয়োজন, বিনিয়োগকারীদের কাছে মধ্যপ্রদেশ ইতিমধ্যে নজর কেড়ে নিয়েছে। একাধিক দেশ এবং বিদেশে সংস্থান সেই রাজ্যে বিনিয়োগ করেছে। কর্মসংস্থানেও বড় একটা ভূমিকা নিয়েছে সে রাজ্যে। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

English summary
Narendra Modi praises macroeconomic fundamentals of India, reminds about IMF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X