For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার বুড়ো আঙুলই আপনার ব্যাঙ্ক, নয়া 'ভীম' ই-ওয়ালেট অ্যাপ প্রকাশ করে বললেন মোদী

নয়া ইওয়ালেট মোবাইল অ্যাপ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অ্যাপটির নাম 'ভীম'। না মহাভারতের চরিত্র নয়, বরং ডাঃ ভীম রাও আম্বেদকরের নামে এই অ্যাপটির নামকরন করা হয়েছে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর : নয়া ইওয়ালেট মোবাইল অ্যাপ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অ্যাপটির নাম 'ভীম'। না মহাভারতের চরিত্র নয়, বরং ডাঃ ভীম রাও আম্বেদকরের নামে এই অ্যাপটির নামকরন করা হয়েছে।

এদিন এই অ্যাপের ঘোষণা করতে গিয়ে মোদী বলেন, ডাঃ বি আর আম্বেদকর শুঘুই যে একজন যুগান্তকারী নেতা ছিলেন তা নয়, বরং উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থনীতিবিদও ছিলেন।

আপনার বুড়ো আঙুলই আপনার ব্যাঙ্ক, নয়া 'ভীম' ই-ওয়ালেট অ্যাপ প্রকাশ করে বললেন মোদী

নয়াদিল্লির ২ দিনের ডিজিধন মেলার শিবিরে যোগ দিয়ে এদিন অ্যাপটি প্রকাশ করেন মোদী। বলেন, আপনার বৃদ্ধাঙ্গুলিই আপনার ব্যাঙ্ক, আপনার বৃদ্ধাঙ্গুলিই আপনার ব্যবসা, নবজাগরণ হওয়ার পথে, ভীম অ্যাপ বিশ্বের কাছে চমক হবে।

ভীম অ্যাপের ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অ্যাপটি আগামী ২ সপ্তাহে এত শক্তিশালী হয়ে উঠবে যে আপনার মোবাইল ফোন বা স্মার্ট ফোনের প্রয়োজন হবে না, আপনার বুড়ো আঙুলের ছাপই যথেষ্ট হবে।

এর পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে মোদীর মন্তব্য কিছু মানুষ এখনও নিরাশ। এই ধরণের নিরাশাবাদীদের জন্য কোনও ওষুধ তৈরি হয়নি। তাই এই ধরনের লোকেদের জন্য তাদের নিরাশার জন্য অভিনন্দন।

English summary
Narendra Modi launches e-wallet app ‘Bhim’, says it will replace cash in future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X