For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী মোদীও পদ খোয়ালে এসপিজি সুরক্ষা পাবেন না, জানালেন অমিত শাহ

প্রধানমন্ত্রী মোদীও পদ খোয়ালে এসপিজি সুরক্ষা পাবেন না, জানালেন অমিত শাহ

Google Oneindia Bengali News

গান্ধী পরিবারের ওপর থেকে এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করার পেছনে কোনও রাজনৈতিক প্রতিহিংসা নেই এবং দেশের ১৩০ কোটি নাগরিকের সুরক্ষা সরকারের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। মঙ্গলবার রাজ্যসভায় এসপিজি (‌সংশোধন)‌ বিল নিয়ে এক বিতর্কে এমনই জবাব দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি জানান যে সুরক্ষা ব্যবস্থা কখনও কারোর স্থিতির প্রতীক হতে পারে না এবং এই বিলটি নিয়ে আসার লক্ষ্যই হল এসপিজি কভার যাতে আরও কার্যকর হয়।

প্রধানমন্ত্রী মোদীও পদ খোয়ালে এসপিজি সুরক্ষা পাবেন না, জানালেন অমিত শাহ

অমিত শাহ উচ্চকক্ষে বলেন, '‌আমরা বিলে এমন বিধান রেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাঁচ বছর প্রধানমন্ত্রী থাকার পরও এসপিজি সুরক্ষা পাবেন না।’‌ মঙ্গলবার গান্ধী পরিবারের নিরাপত্তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। এসপিজি (‌সংশোধনী)‌ বিল পাশ হওয়ার আগেই কংগ্রেস সাংসদরা ঘর ছেড়ে বেড়িয়ে যান। অমিত শাহ বলেন, '‌এসপিজি আইনে চারটি সংশোধন করা হয়েছিল অতীতে। তবে পঞ্চম সংশোধনটি গান্ধী পরিবারের জন্য করা হয়নি, এই বিল আনার আগে এবং গান্ধী পরিবারের ওপর থেকে এসপিজি বিল প্রত্যাহারের আগেই তা নিয়ে পরযালোচনা করা হয়েছিল। এখন গান্ধী পরিবারকে সিআরপিএফ জেড–প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।’‌

সিপিআই সাংসদ বিনয় বিশ্বম অভিযোগ করেন যে আইনটি আনার পেছনে রাজনৈতিক কোনও বিষয় রয়েছে। এর জবাবে অমিত শাহ বলেন, '‌রাজনৈতিক প্রতিহিংসার কথা বলার অধিকার আপনার নেই কারণ কেরলে রাজনৈতিক বিদ্রোহের কারণে ১২০ জন বিজেপি / আরএসএস কর্মী নিহত হয়েছেন এবং রাজ্যের কমিউনিস্ট সরকার কোনও তদন্ত করেনি।’‌ কংগ্রেসকে কটাক্ষ করে শাহ বলেন, '‌অনেক প্রাক্তন প্রধানমন্ত্রী সুরক্ষায় এসপিজি নেই এবং যখন মনমোহন সিংয়ের ওপর থেকে এসপিজি সুরক্ষা প্রত্যাহার করে নেওয়া হয়, তখন দলের পক্ষ থেকে কোনও প্রতিবাদ করা হয়নি। আইন সকলের জন্য সমান।’‌

ঝাড়খণ্ডে মাটি হারানোর ভয় ক্রমেই দানা বাঁধছে বিজেপির অন্দরে ঝাড়খণ্ডে মাটি হারানোর ভয় ক্রমেই দানা বাঁধছে বিজেপির অন্দরে

English summary
when the SPG protection of Manmohan Singh was removed, there was no protest by the party. “Law should be same for everyone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X