For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের একই মঞ্চে মোদী-জিনপিং, লাদাখ ইস্যুতে বরফ গলাতে মুখ খুলবেন দুই রাষ্ট্রপ্রধান?

Google Oneindia Bengali News

আজ ১২তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে অংশ নিতে চলেছেন৷ ১২তম ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন রাশিয়ান প্রেসিডেন্ট৷ বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে৷

বিশ্ব শান্তি নিয়ে আলোচনা

বিশ্ব শান্তি নিয়ে আলোচনা

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সম্মেলনে বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উদ্ভাবনী বৃদ্ধি নিয়ে আলোচনা হবে৷ ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে অংশ নেবেন৷ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রসংঘের ৭৫ বছর পূর্তির পটভূমি এবং করোনা মহামারীর মধ্য়ে৷

করোনা মহামারীর সম্ভাব্য প্রতিরোধ নিয়ে আলোচনা

করোনা মহামারীর সম্ভাব্য প্রতিরোধ নিয়ে আলোচনা

ব্রিকস-এ অংশগ্রহণকারী দেশগুলির নেতারা বিশ্বের প্রেক্ষাপটে ব্রিকস-এর সদস্য দেশগুলির মধ্যে যোগাযোগ, সর্বোপরী করোনা মহামারীর সম্ভাব্য প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করবে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷ একই সঙ্গে সন্ত্রাসবাদ প্রতিরোধে নিজেদের মধ্য়ে বোঝাপড়া, ব্যবসা, স্বাস্থ্য, শক্তি এবং মানবসম্পদ উন্নয়ন নিয়েও আলোচনা হবে৷

১২তম ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবে ভারতও

১২তম ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবে ভারতও

১২তম ব্রিকস সম্মেলনে ভারতও সভাপতিত্ব করবে৷ এনিয়ে ব্রিকস-এর সম্মেলনে ভারতের তৃতীয়বার সভাপতিত্ব করার সুযোগ হতে চলেছে৷ এর আগে ২০১২ এবং ২০১৬ সালে ভারত ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করেছিল৷ আগামী ২০২১ ব্রিকস সম্মেলনেও ভারত সভাপতিত্ব করবে বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে৷

এরপর জি-২০ বৈঠকেও মুখোমুখি হবেন মোদী-জিনপিং

এরপর জি-২০ বৈঠকেও মুখোমুখি হবেন মোদী-জিনপিং

এদিকে এদিনের বৈঠকের পর ২১ ও ২২ নভেম্বর গ্রুপ অফ ২০ বা জি-২০-এর বৈঠক রয়েছে৷ যেখানে বিশ্বের ২০টি তাবড় দেশ সদস্য় হিসেবে রয়েছে৷ যেখানে ভারত ও চিন এর সদস্য়৷ এই বৈঠকগুলির সময় ভারত ও চিনের দুই প্রধান দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ হয়ত পাবেন না৷ তবে, একই সম্মেলনে একই সময়ে দুই জনের উপস্থিতি কিছু সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল৷

লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে?

লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে?

২০১৮ সালে ইউহানে মোদী এবং জিনপিংয়ের বৈঠকে দুই রাষ্ট্রনেতার গভীর আলোচনা হয়েছিল৷ এমনকী ২০১৯ এসসিও সামিটেও আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদী ও জিনপিং৷ সেই সূত্রেই দুই দেশের প্রধানের মধ্যে লাদাখ পরিস্থিতি নিয়ে কোনও প্রসঙ্গ উঠলেও উঠতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ৷

English summary
Narendra Modi and Xi Jinping to meet at BRICS Summit today amid ongoing tussle in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X