For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ের নতুন হটস্পট অন্ধেরি (‌পশ্চিম)‌, বন্ধ হতে পারে জুহু বিচ, হোলি উৎসব পালনে নিষেধাজ্ঞা

মুম্বইয়ের নতুন হটস্পট অন্ধেরি (‌পশ্চিম)

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের মুম্বই ক্রমেই দুঃশ্চিন্তা বাড়াচ্ছে। মুম্বইয়ের অন্ধেরি (‌পশ্চিম)‌ কোভিড–১৯–এর নতুন করে হটস্পটে পরিণত হয়েছে এবং এর অন্তর্গত ২৪টি মিউনিসিপ্যাল ওয়ার্ডগুলিতে সর্বাধিক সংখ্যায় করোনা কেস ধরা পড়ায়, কর্তৃপক্ষ জুহু বিচ বন্ধ করে রাখার পরিকল্পনা করছে।

করোনা টেস্ট বৃদ্ধি

করোনা টেস্ট বৃদ্ধি

অন্ধেরির দৈনিক কেস বর্তমানে ২০০ থেকে ৩০০-এর মধ্যে ঘোরাফেরা করছে। করোনা টেস্ট ড্রাইভ তাই বৃদ্ধি করার আর্জি জানিয়েছে প্রশাসন। সোমবার এই এলাকা থেকে প্রায় ৩০০টি করোনা কেস সনাক্ত হয়েছে, এর পাশাপাশি এই ওয়ার্ডে সাপ্তাহিক বৃদ্ধির হার ০.‌৯৭ শতাংশ।

 জুহু বিচে মোতায়েন বিএমসির মার্শাল

জুহু বিচে মোতায়েন বিএমসির মার্শাল

অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার বিশ্বাস মোটে বলেন, '‌ইতিমধ্যেই জুহু বিচে আমরা আমাদের ক্লিন-আপ মার্শালদের মাস্ক না পরে আসা মানুষদের শাস্তি দেওয়ার জন্য মোতায়েন করেছি। সোমবার থেকে আমরা অ্যান্টিজেন টেস্ট শুরু করে দিয়েছি বিচ চত্ত্বরের ভেল প্লাজাতে। যদি আইন-শৃঙ্খলা ভঙ্গ হয় তার জন্য আমরা পুলিশি বন্দোবস্ত করেছি।'‌

মঙ্গলবার মুম্বইতে করোনা কেস ৩,৫১২ থেকে বেড়ে ৩,৬৯,৪২৬-এ এসে দাঁড়িয়েছে। এছাড়াও একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের এবং ১২০৩ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মুম্বইতে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩,২৯,২৩৪ এবং সক্রিয় কেসের সংখ্যা ২৭,৬৭২টি।

 হোলি উৎসব পালনে নিষেধাজ্ঞা

হোলি উৎসব পালনে নিষেধাজ্ঞা

মুম্বইতে আচমকা করোনা কেস বৃদ্ধির কারণে বিএমসি ঘোষণা করেছে যে ২৮ ও ২৯ মার্চ ব্যক্তিগত ও জনবহুল এলাকায় হোলি উৎসব পালন করা যাবে না। একদিনে মুম্বইতে দৈনিক নতুন করোনা কেস ধরা পড়েছে ৩,৫১২ এবং একই দিনে ৮ জনের মৃত্যু হয়েছে। মুম্বইতে হোলি উৎসবের ওর নিষেধাজ্ঞাজারি করে দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে সেই ব্যক্তিকে মহামারি রোগ আইন ১৮৯৭ ও বিপর্যয় মোকাবিলা আইনের ২০০৫ সালের আইনে শাস্তি দেওয়া হবে।

টিকাকরণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি

টিকাকরণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি

বাড়তে থাকা করোনা কেসের দিকে নজর রেখে বিএমসির কমিশনার ইকবাল সিংহ চাহাল হাসপাতালের কোভিড-শয্যা সংখ্যা বাড়িয়ে ২৪০০ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, দৈনিক কোভিড-১৯ পরীক্ষাও ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, দৈনিক টিকাকরণের লক্ষ্যমাত্রাকেও ১ লক্ষ রাখা হয়েছে। বর্তমান দিনে ৪০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়।

পদ্ম উপরে ঘাসফুল ফোটানের চ্যালেঞ্জ, জঙ্গলমহলের 'খেলায়' মমতার ভরসা ছত্রধর পদ্ম উপরে ঘাসফুল ফোটানের চ্যালেঞ্জ, জঙ্গলমহলের 'খেলায়' মমতার ভরসা ছত্রধর

অভিনেতা বাদশা মৈত্রর অদেখা নানা ছবি

English summary
Mumbai's Andheri (W) emerges as new covid hotspot, Juhu Beach may be closed very soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X