For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলছে সমীক্ষা, পিছনে ফেললেন নেহরু-ইন্দিরা-রাজীবকে

দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী হলেন মোদী, বলছে সমীক্ষা, পিছনে ফেললেন ইন্দিরা-নেহরুকে

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতার পরবর্তী সময়ে বহু কৃতী মানুষ দেশের প্রধানমন্ত্রিত্বের পদ সামলেছেন। সেই তালিকা পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে বর্তমানে নরেন্দ্র মোদী পর্যন্ত দীর্ঘ। যাত্রাপথে লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, মুরারজী দেশাই, রাজীব গান্ধী, এইচডি দেবগৌড়া, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী - প্রচুর মানুষের নাম রয়েছে। তবে এদের সবার মধ্যে সেরা প্রধানমন্ত্রী খেতাব পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই উঠে এসেছে ইন্ডিয়া টুডে ও কার্ভি ইনসাইট দ্য নেশন এর সমীক্ষায়।

সেরার সেরা মোদী

সেরার সেরা মোদী

সকলকে ছাপিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেরা প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৩৪ শতাংশ সমর্থন। অন্যদিকে ১৬ শতাংশ মানুষের মনে হয়েছে দেশের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সর্বকালের সেরা।

তৃতীয় স্থানে অটল

তৃতীয় স্থানে অটল

এরপরেই তৃতীয় স্থানে রয়েছেন ভারতরত্ন তথা বিজেপি সরকারের প্রথম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ১৩ শতাংশ সমর্থন পেয়ে তিনি তৃতীয় স্থানে রয়েছেন।

জনপ্রিয়তায় ভাটার টান

জনপ্রিয়তায় ভাটার টান

মুড অফ দ্য নেশন-এর সমীক্ষা প্রধানমন্ত্রী পদে মোদীকেই সেরার সেরা হিসেবে ঘোষণা করলেও সমীক্ষায় উঠে এসেছে, গত বছরের অগাস্ট মাস থেকে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তিন শতাংশ সমর্থন হারিয়েছেন তিনি।

তালিকায় নেহরু-রাজীবও

তালিকায় নেহরু-রাজীবও

দেশের সেরা প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সমীক্ষায় চতুর্থ স্থানে রয়েছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ৮ শতাংশ সমর্থন পেয়েছেন তিনি। তারপরই পৌত্র রাজীব গান্ধী ৫ শতাংশ সমর্থন পেয়ে দেশের সেরা প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পঞ্চম স্থান অধিকার করেছেন।

কেন মোদীর জনপ্রিয়তায় টান

কেন মোদীর জনপ্রিয়তায় টান

প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তায় যে গত কয়েকমাসে ভাটা পড়েছে তার অন্যতম কারণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত যা তার সরকার নিয়েছে বা নিতে চলেছে। এর মধ্যে অবশ্যই যুক্ত হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা, কৃষকদের দুর্দশার ঘটনা। এর পাশাপাশি সংবিধানের ৩৭০ ধারা, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, নাগরিকত্ব সংশোধনী আইন ইত্যাদি নিয়ে ক্ষোভ।

কীভাবে সমীক্ষা

কীভাবে সমীক্ষা

ইন্ডিয়া টুডের সমীক্ষা দেশের ১৯টি রাজ্যের ১৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে করা হয়েছে। ৯৭ টি সংসদীয় ক্ষেত্র এর মধ্যে পড়ে। যাদের মতামত নেওয়া হয়েছে তাদের মধ্যে ৬৭ শতাংশ গ্রামীণ জনসংখ্যা এবং মাত্র ৩৩ শতাংশ শহুরে জনসংখ্যা বলে জানানো হয়েছে।

English summary
MOTN survey : Narendra Modi beat Indira Gandhi to be best PM India ever had
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X