For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তলানিতে ঠেকে ২০২১-এই ফের ঘুরে দাঁড়াবে ভারতের জিডিপি! কী পরিসংখ্যান প্রকাশ করল মুডিজ?

Google Oneindia Bengali News

বিশ্ব অর্থনীতির নিরিখে ক্রমেই তলানিতে চলে যাচ্ছে ভারতের অর্থনীতি। এর জেরে কয়েকদিন আগেই মুডিজ ইনভেস্টরস সার্ভিস ভারতের রেটিং Baa2 থেকে কমিয়ে Baa3-তে নামিয়ে আনল। এটা একদম নিচের রেটিংয়ের একধাপ উপরে মাত্র। এবার ভারতে জিডিপির পূর্বাভাসে তারা দিয়ে রাখল অশনী সংকেত।

রিপোর্টে মুডিজ কী জানাচ্ছে?

রিপোর্টে মুডিজ কী জানাচ্ছে?

সদ্য প্রকাশিত রিপোর্টে মুডিজ জানাচ্ছে যে চলতি বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ঠেকবে ৩.১ শতাংশে। তবে এর পাশাপাশি ভারতের জন্য ভালো খবর দেয় মুডিজ। তারা জানায় যে পরবর্তী অর্থবর্ষে ৬.৯ শতাংশ হয়ে যাবে।

করোনা জর্জরিত অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা

করোনা জর্জরিত অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা

করোনা ভাইরাস জর্জরিত অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অনেক বিশেষজ্ঞরই মত ছিল যে এটা পর্যাপ্ত নয়। অনেকেই মনে করছিল, রাজকোষের ঘাটতি বাড়িয়ে লকডাউনে উদারহস্ত হতে চায়নি কেন্দ্রীয় সরকার। সরকারের ভয় ছিল, তাতে ভারতের রেটিং কমিয়ে দেবে সংস্থাগুলি। যার জেরে বিনিয়োগকারীরা আর আসবে না দেশে। শেষ পর্যন্ত সেই ভয়টাই সত্যি হল।

তলানিতে দেশের অর্থনীতি

তলানিতে দেশের অর্থনীতি

২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে দেশের প্রবৃদ্ধি হার নেমে গেল ৩.১ শতাংশে। আজ রিপোর্ট পেশ করে এই কথা জানানো হয় কেন্দ্রের তরফে। পুরো ২০১৯-২০ অর্থবর্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এর জেরে নেমে দাঁড়ায় ৪.১ শতাংশে।

কী আশঙ্কা বিশেষজ্ঞদের?

কী আশঙ্কা বিশেষজ্ঞদের?

আগে মনে করা হচ্ছিল এই হার থাকবে ৪.৭ শতাংশে। তবে করোনার জেরে ১১ বছরে সব থেকে নিচে নেমে গেল দেশের প্রবৃদ্ধির হার। তার উপর মুডিজ-এর নতুন রেটিংয়ের জেরে আরও তলানিতে যেতে চলেছে দেশের অর্থনীতি। এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের।

<strong>লাদাখ নিয়ে চিনকে কোনও ছাড় নয়! কড়া বার্তা দিতে আজ লেহ পরিদর্শনে সেনাপ্রধান মুকুন্দ নারাভানে</strong>লাদাখ নিয়ে চিনকে কোনও ছাড় নয়! কড়া বার্তা দিতে আজ লেহ পরিদর্শনে সেনাপ্রধান মুকুন্দ নারাভানে

English summary
Moody's predicted that India's GDP may contract by 3.1 pc due to coronavirus pandemic in 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X