For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষা পা রাখল ভারতে! বৃষ্টির জেরে কোন পরিস্থিতি আসতে চলেছে, আঁচ দিল IMD

বর্ষা পা রাখল ভারতে! বৃষ্টির জেরে কোন পরিস্থিতি আসতে চলেছে, আঁচ দিল IMD

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ পূর্ব পথে ভারতে পা রেখে দিয়েছে বর্ষা। ঋতুচক্রের নিয়মে হিসাব মতোই ভারতে কেরলের পথে পা রেখেছে বর্ষা। ফলে ফের একবার দিনভর আকাশের মুখভার আর মুষল ধারায় বৃষ্টির জন্য প্রস্তুতির ঘণ্টা বেজে গেল। তবে ২০২০ সালের বর্ষা নিয়ে আইএমডির তরফে একাধিক তথ্য় পেশ করা হয়েছে।

 পা রাখল বর্ষা

পা রাখল বর্ষা

কেরলে পা রেখে দিয়েছে বর্ষা। চার মাসের বৃষ্টির মরশুমের শুরু ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে খবর। আইএমডির দাবি এই বছরের বর্ষা স্বাভাবিক ছন্দেই হবে। চারিদিকের মড়কের আবহে আইএমডির এই বার্তা ভারতের কৃষকদের জন্য সুখবর নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

 কত শতাংশ বৃষ্টি হবে?

কত শতাংশ বৃষ্টি হবে?

IMD এর পূর্বাভাস অনুযায়ী এবছর দেশে ১০২ শতাংশ বৃষ্টিপাত হবে ৪ টি মাস ধরে। ফলে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক বৃষ্টি আশা করা যেতে পারে। এই সময়ে ৭৫ শতাংশ বৃষ্টি হবে বলে খবর।

 উত্তরভারতের পরিস্থিতি কী হতে পারে?

উত্তরভারতের পরিস্থিতি কী হতে পারে?

উত্তরভারতে এই বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। পূর্ব ও উত্তর পূর্বা ভারতে তুলনামূলক কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি। যদিও দক্ষিণভারতে বর্ষার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

 গোয়ায় অরেঞ্জ অ্যালার্ট

গোয়ায় অরেঞ্জ অ্যালার্ট

এদিকে, আবহবিদদের মতে, ভারতের আবহাওয়ায় প্রভাব ফেলছে সাইক্লোন নিসর্গ। যার ফলে বর্ষাতেও প্রভাব পড়েছে। মহারাষ্ট্র ও গুজরাতের বিভিন্ন জায়গায় এই ঝড়ের প্রভাব পড়লেও, গোয়াও এমন বিধ্বংসী ঝড় থেকে বাদ যাবে না। ফলে গোয়াতেও জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

করোনা সুরক্ষা বিধি মানতে বিমানের মাঝের সিট নিয়ে কড়া নির্দেশিকা বিমান পরিবহণ মন্ত্রকেরকরোনা সুরক্ষা বিধি মানতে বিমানের মাঝের সিট নিয়ে কড়া নির্দেশিকা বিমান পরিবহণ মন্ত্রকের

English summary
Monsoon to be Normal this year for Kerala but North India may see other things
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X