For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবস উদযাপন লালকেল্লায়, জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

দেশ জুড়ে স্বাধীনতার ৭০ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হচ্ছে। লালকেল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদী। দেখে নেওয়া যাক তিনি কী বলছেন।

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে স্বাধীনতার ৭০ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হচ্ছে। লালকেল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ও জাতীকে আরও উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেন তিনি। দেখে নেওয়া যাক নিজের ভাষণে প্রধানমন্ত্রী কী বলেছেন।

 স্বাধীনতা দিবস উদযাপন লালকেল্লাায়, জাতীর উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

'ভারত মাতার জয় ' ও 'বন্দেমাতরম ' স্লোগানে ভাষণ শেষ করেন মোদী।

  • ২০২২ সালে 'নতুন ভারত' গড়ার সংকল্প নেওয়ার আহ্বান জানান মোদী।
  • গরিবদের চিকিৎসার জন্য খরচ কমানোর বিষয়ে উদ্যোগ নিতে চলেছে সরকার।
  • ডিজিটাল লেনদেন-এর ওপর জোর দেওয়ার জন্য আহ্বান জানান মোদী।

  • বিশ্বের সবচেয়ে বেশি যুবসমাজ ভারতে রয়েছে, জানালেন প্রধানমন্ত্রী।
  • ১৮ লাখ মানুষের আয়বহির্ভূত সম্পত্তি রয়েছে বললেন মোদী।

  • ফসল বিমা যোজনায় উপকৃত হচ্ছেন গরিবরা, বললেন মোদী।
  • উন্নত ভারতের ভাবনা মোদীর ভাষণে।

  • ধর্মের নামে হিংসা বরদাস্ত করা হবে না, বললেন মোদী।

  • কালো টাকা উদ্ধারে, সাফল্য পেয়েছে দেশ।
  • দুর্নীতি রুখতে প্রচুর পরিমাণ কালো টাকা উদ্ধার করেছে সরকার।
  • পূর্ব ভারতের দেশগুলিতে প্রাকৃতিক সম্পদের ভান্ডার সমৃদ্ধ জায়গা গুলিকে আরও উন্নত করতে হবে।
  • সমস্ত রকমের আধুনিক পরিকাঠামো দেশের পরিষেবায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
  • দেশের উন্নয়নে রাজ্যের ভূমিকা অপরিসীম,জানালেন প্রধানমন্ত্রী।
  • 'তিন তালাকের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে', বললেন মোদী।
  • স্বচ্ছতা, গ্যাসে ভর্তুকি, নোট বাতিলে সরকার সহ দেশ উন্নয়নের পথে চলেছে বলে জানিয়েছেন মোদী।
  • ৮০০ কোটি টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে দেশে, জানালেন প্রধানমন্ত্রী।
  • ৪২ সাল পুরনো রেল প্রকল্পের কাজ পড়ে রয়েছে, জানালেন মোদী।
  • স্বাধীনতার পর ১৪ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে।
  • গ্যালান্ট্রি পুরস্কার প্রাপ্তদের সম্পর্কে একটি বিশেষ পোর্টাল উদ্বোধন করছে ভারত সরকার।
  • কাশ্মীরে 'গালি বা গুলি' দিয়ে পরিবর্তন আসবেনা, কাশ্মীরে আপন করতে হবে, আর ভারতবাসী এভাবেই কাশ্মীরিদের আপন ভাবে : মোদী
  • জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরানোর বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রী।
  • আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের বহু দেশ সক্রিয়ভাবে ভারতকে সাহায্য করছে, সেই সমস্ত দেশকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী।
  • জিএসটি-র ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী।
  • দেশ জুড়ে সততার উৎসব পালন হচ্ছে: মোদী
  • সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সেনার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
  • দেশের সেনাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানান মোদী।
  • মানুষ যে বিষয়ে বিশ্বাস রাখে সেখানেই তার পরিণাম ও লক্ষ্য স্থির করে বলে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেন মোদী।
  • দেশের উন্নয়নে সবার যোগদান সমান।
  • এই বছর স্বাধীন ভারতের বিশেষ একটি বছর, বললেন মোদী।
  • ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বছর পূর্তীর গুরুত্ব ব্যাখ্যা করেন মোদী।
  • একাত্মবোধের জোর অনেক বেশি, বললেন মোদী।
  • নতুন ভারতের সংকল্প নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান মোদী।
  • উত্তরপ্রদেশে হাসপাতালে শিশু মৃত্যু ও বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানান প্রধানমন্ত্রী। দেশবাসীকে সংবেদনশীল হলে এই বিপদ থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন মোদী।
  • দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভকামনা জানিয়েছে প্রধানমন্ত্রী, সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানো হয় দেশবাসীকে।
  • দেশের উন্নতিতে যাঁদের বলিদান, ত্যাগ রয়েছে তাঁদের সকলকে লালকেল্লা থেকে দেশবসীর তরফে প্রণাম জানান মোদী।
  • লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী।

  • সকাল ৭.৩০-এ লালকেল্লায় পতাকা উত্তোলন।
  • রাজঘাটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
English summary
OneIndia wishes its readers a happy Independence Day. Commemorating India's 70th year of Independence, Prime Minister Narendra Modi will address the nation from the ramparts of the Red Fort. This is his fourth Independence Day address to the nation since he took over as the PM in 2014.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X