For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মেয়াদ কি বাড়ছে! মোদী কোন ইঙ্গিত দিয়ে রাখলেন বৈঠকে

  • |
Google Oneindia Bengali News

১৭ মে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তারপর কী হতে পারে? সেই পরের সময়ের অবস্থা নিয়ে গেমপ্ল্যান ঠিক করতেই এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে লকডাউন থেকে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বক্তব্য দেন তিনি।

 মোদীর বার্তা

মোদীর বার্তা

মোদী এদিনের বৈঠকে অর্থনৈতিক অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিক মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। তিনি সেখানে বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে গতি পাচ্ছে, আগামী দিনে আরও গতি পাবে। আর তাঁর এই মন্তব্য থেকেই আগামীতে লকডাউনে ছাড়পত্র নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে , তাহলে কি লকডাউন উঠে গিয়ে এবার অর্থনৈতিক কাজ শুরু হবে দেশে?

 বৈঠকে গুরুত্ব কোনদিকে দেওয়া হল?

বৈঠকে গুরুত্ব কোনদিকে দেওয়া হল?

সূত্রের খবর, লকডাউন উঠে গেলে কীভাবে দেশের কারখানা ও অফিসগুলিকে খোলা হবে, কাজ কীভাবে করা হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। লকডাউন পরবর্তী সময়ে অর্থনৈতিক দিকই মোদী-মুখ্যমন্ত্রীদের বৈঠকে বেশি গুরুত্ব পাচ্ছে বলে খবর।

সতর্কতার বার্তা প্রধানমন্ত্রীর

সতর্কতার বার্তা প্রধানমন্ত্রীর

এদিনের বৈঠকেও যে মোদীর অ্য়াজেন্ডায় দেশবাসীর স্বাস্থ্যের দিক বেশি গুরুত্ব পেয়েছে তা বিভিন্ন সূত্রের খবরে জানা গিয়েছেষ তিনি সমস্ত রাজ্যকে সোশ্যাল ডিসটেন্সিং নিয়ে সতর্কতা অবলম্বন করতে বলেন।

রাজ্যগুলির ভূয়সী প্রশংসা

রাজ্যগুলির ভূয়সী প্রশংসা

তৃতীয় দফার লকডাউনের শেষে এসে যখন দেশের অর্থনীতির অবস্থা ধরাশায়ী, তখন ১১ মের বৈঠকে দেশের অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যায়, তা নিয়েই বেশিরভাগ আলোচনা মুখ্যমন্ত্রীদের সঙ্গে করছেন মোদী। এদিন করোনা যুদ্ধে রাজ্যগুলির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মোদী।

English summary
Modi hints, Economic activities will gather steam in coming days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X