For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু দ্বিতীয় মোদী সরকারের! ১২ আধিকারিকের বাধ্যতামূলক অবসরের নির্দেশ

দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান শুরু করে দিল মোদী সরকার। অবাধ্য সরকারি আধিকারিকদের বাগে আনতে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হল অর্থ দফতরের ১২ আধিকারিককে।

  • |
Google Oneindia Bengali News

দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান শুরু করে দিল মোদী সরকার। অবাধ্য সরকারি আধিকারিকদের বাগে আনতে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হল অর্থ দফতরের ১২ আধিকারিককে। এমনটাই সূত্রের খবর। এঁদের মধ্যে রয়েছেন আয়কর বিভাগের চিফ কমিশনার, প্রিন্সিপাল কমিশনার এবং কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। এঁদের বিরুদ্ধে সেন্ট্রাল সিভিল সার্ভিসের এফআর ৫৬ (জে) ধারা প্রয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু মোদী সরকারের! ১২ আধিকারিকের বাধ্যতামূলক অবসরের নির্দেশ

সূত্রের খবর অনুযায়ী, ১২ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি, হিসেবের থেকে বেশি মূল্যের সম্পত্তির অধিকারী হওয়া ছাড়াও যৌন নিগ্রহের অভিযোগ ছিল।

এর আগে ক্যাবিনেট সেক্রেটারিয়েট এবং সেন্ট্রাল ভিজিল্যান্সের তরফ থেকে বিভিন্ন বিভাগের ভিজিল্যান্স প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছিল আধিকারিকদের চিহ্নিত করতে। দুর্নীতি, হিসেবের থেকে বেশি মূল্যের সম্পত্তির অধিকারী হওয়া, যৌন নিগ্রহ ছাড়াও যাঁদের কাজে দক্ষতা নেই, এমন আধিকারিকদের চিহ্নিত করতেও নির্দেশ দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।

৫৬ (জে) ধারায় যে সব আধিকারিক ৩০ বছর কাজ করে ফেলেছেন, কিংবা যাঁদের বয়স ৫০ কিংবা ৫৫ হয়ে গিয়েছে, তাঁদের কর্মক্ষমতা বিচার করে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে চিন্তাভাবনার সংস্থান রাখা হয়েছে।

গত কয়েক দশক ধরে ৫৬ (জে) ধারার রয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকারই প্রথম, যারা এই ধারাকে আইনে পরিণত করেছে। ফলে অনেক সরকারি কর্মীকেই নির্দিষ্ট সময়ের আগেই কাজের নিরিখে চাকরি থেকে অবসর নিতে হবে।

সম্প্রতি যেইসব পদস্থ সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ধারা প্রয়োগ করা হয়েছে, তাঁরা হলেন, আইএএস এমএন বিজয়কুমার, আইএএস কে নরসীমা, আইপিএস মায়াঙ্ক সিল চৌহান এবং আইপিএস রাজকুমার দেবাঙ্গন।

English summary
Modi Govt took strong steps against erring govt employees in Finance Ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X