For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের, ওসিবি এবং ইডব্লুএসদের জন্য বড় সুবিধা ঘোষণা

সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের (narendra modi govt) । এদিন জানানো হয়েছে ওবিসিদের (obc) জন্য ২৭% এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির (EWS) জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা। এদিনের সিদ্ধান্তের পরে এই দুই শ্রেণি

  • |
Google Oneindia Bengali News

সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের (narendra modi govt) । এদিন জানানো হয়েছে ওবিসিদের (obc) জন্য ২৭% এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির (EWS) জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা। এদিনের সিদ্ধান্তের পরে এই দুই শ্রেণির ছাত্রছাত্রীরা চিকিৎসা বিজ্ঞানের সর্বত্র পড়াশোনার ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবেন।

 সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের, ওসিবি এবং ইডব্লুএসদের জন্য বড় সুবিধা ঘোষণা

মোদী সরকারের এদিনের সিদ্ধান্তের পরে বছরে ১৫০০ ছাত্রছাত্রী এমবিবিএস এবং ২৫০০ ছাত্রছাত্রী চিকিৎসা বিজ্ঞানের স্নাতকোত্তরে সুযোগ পাবেন। অন্যদিকে প্রায় ৫৫০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এমবিবিএস এবং স্নাতকোত্তরে ১০০০ ছাত্রছাত্রী সুযোগ পাবেন।

সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে সর্বভারতীয় কোটার ক্ষেত্রে। এই সর্বভারতীয় সংরক্ষণে ১৫ শতাংশ সংরক্ষণ রয়েছে তফশিলি জাতি প্রার্থীদের জন্য এন্যদিকে ৭.৫% সংরক্ষিত রয়েছে তফশিলি উপজাতি প্রার্থীদের জন্য। এদিনের সিদ্ধান্তে এই ২২.৫%-এর সঙ্গে বাড়তি যুক্ত হবে।

নিট পরীক্ষায় (স্নাতক এবং স্নাতকোত্তর) পাশ করার পরে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং-এ বসতে হবে। এই কাউন্সেলিং রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে হবে। স্নাতকোত্তের ৫০ শতাংশ এবং স্নাতকের ১৫ শতাংশ আসন কেন্দ্রীয় বা সর্বভারতীয় সংরক্ষণের অন্তর্গত।

এদিনের সিদ্ধান্ত ঘোষণার পরে প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন, তাঁদের সরকার সর্বভারতীয় পর্যায়ে মেডিক্যাল পরীক্ষায় ওবিসিদের ২৭ শতাংশ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সামাজিক সুরক্ষার নিরিখে অনেকেই সুবিচার পাবেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

১৯৮৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বভারতীয় সংরক্ষণ চালু হয়েছিল। গত ছয় বছরে এমবিবিএস-এ ৫৬ শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে। ২০১৪ সালে যা ৫৪, ৩৪৮ ছিল, ২০২০-তে তা বেড়ে হয়েছে ৮৪, ৬৪৯। এই একই সময়ে সারা দেশে ১৭৯ টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। বর্তমানে দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা ৫৫৮ টি।

শুক্রবারও সক্রিয় থাকবে নিম্নচাপ, যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারিশুক্রবারও সক্রিয় থাকবে নিম্নচাপ, যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি

English summary
Modi Govt approves their policy on OBC and EWS reservation and that is enacted.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X