For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতের কার্ফু ফের চালু হতে পারে! 'কোভিড গাইডলাইনে' ডিসেম্বরের জন্য লকডাউন নিয়ে কোন সরকারি নির্দেশ

রাতের কার্ফু ফের চালু হতে পারে! 'কোভিড গাইডলাইনে' ডিসেম্বরের জন্য লকডাউন নিয়ে কোন সরকারি নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

কন্টেইনমেন্ট জোন, সাবধানতা ও নজরদারি নিয়ে কোভিডকে ঘিরে কিছু বিশেষ গাইডলাইন এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা হয়েছে। যেখানে ফের একবার রাতের কার্ফু চালু নিয়ে বড় বার্তা দেওয়া হয়। এই বিশেষ নিয়ম ডিসেম্বরের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত লাগু থাকবে।

 রাতের কার্ফু নিয়ে বার্তা

রাতের কার্ফু নিয়ে বার্তা

মঙ্গলবারই প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। এরপর এদিন
কেন্দ্র সাফ ভাষায় বলেছে এবার থেকে রাজ্যগুলি রাতের কার্ফু লাগু করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। তবে, কেন্দ্রের সঙ্গে কথা না বলে লোকাল লকডাউন লাগু হবে না কন্টইনমেন্ট জোনের বাইরে। তবে রাতের কার্ফু লাগু করার বিষয়ে আগে থেকে পরিস্থিতি বুঝে তবেই পদক্ষেপ নিতে হবে বলে জানানো হয়।

 মাস্ক না পরলে জরিমানা!

মাস্ক না পরলে জরিমানা!

এদিন নির্দেশিকায় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে স্থানীয় এলাকায় কোভিড বিধি মানা হচ্ছে কি না, তা দেখার দায়ভার স্থানীয় প্রশাসন, পুরসভা, পুলিশের ওপর থাকবে। পাবলিক প্লেসে কেউ মাস্ক, স্যাানিটাইজার ব্যবহার না করলে প্রয়োজনে জরিমানার
বন্দোবস্তেও ছাড়পত্র দেয় সরকার।

 বাজারে সোশ্যাল ডিসটেন্সিং কীভাবে হবে!

বাজারে সোশ্যাল ডিসটেন্সিং কীভাবে হবে!

বাজারে সোশ্যাল ডিসটেন্সিং ধরে রাখতে কীভাবে নজরদারি চালানো হবে, বা কোন নীতিতে কাজ হবে, তা নিয়েও একাধিক বার্তা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রকের একচি এসওপি শীঘ্রই লাগু করে নিয়ম জানিয়ে দেওয়া হবে।

 এক রাজ্য থেকে অন্য রাজ্যে কি চলাফেরা করা যাবে ?

এক রাজ্য থেকে অন্য রাজ্যে কি চলাফেরা করা যাবে ?

কেন্দ্র জানিয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে ডিসেম্বর মাসে যাতায়াতের ক্ষেত্রে কোনও বাঁধা নেই। এক্ষেত্রে কোনও রাজ্যের বিশএষ কোনও অনুমোদন লাগবে না।

১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোভিড ঘিরে কোন গাইডলাইন মানতে হবে! জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোভিড ঘিরে কোন গাইডলাইন মানতে হবে! জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

English summary
Modi Government's Covid guideline for December 2020 says Night curfews allowed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X