For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর রাজত্বে কর্মসংস্থান তলানিতে! অক্টোবর মাসের বেকারত্বের হারে চক্ষু চড়কগাছ

অক্টোবর মাসে ভারতের বেকারত্বের হার লাফিয়ে বেড়েছে ৮.৫ শতাংশে। তিন বছরেরও মধ্যে এই হার সর্বোচ্চ।

  • |
Google Oneindia Bengali News

অক্টোবর মাসে ভারতের বেকারত্বের হার লাফিয়ে বেড়েছে ৮.৫ শতাংশে। তিন বছরেরও মধ্যে এই হার সর্বোচ্চ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)প্রকাশিত এই তথ্য অনুযায়ী দেশে বেকারত্বের হার ২০১৬-র পরে এত বাড়ল এই প্রথমবার। কর্মসংস্থানে মন্দাটিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দার প্রভাব হিসাবে দেখা হচ্ছে।

মোদীর রাজত্বে কমছে কর্মসংস্থান! বেকারত্বের হার উদ্বেগজনক

এই বিষয়টিকে আরও খারাপ করে তুলেছে সেপ্টেম্বর মাসের ভারতের পরিকাঠামো শিল্পে আয়ের পরিমাণ। আয়ের পরিমাণ নেমে এসেছে ৫.২ শতাংশে। আটটি মূল পরিকাঠামো শিল্পে এটি ছিল সবথেকে খারাপ পারফরম্যান্স। উল্লেখ্য, আটটি মূল শিল্পের মধ্যে সাতটি থেকেই খারাপ ফল এসেছিল সেপ্টেম্বরে।

বিশেষজ্ঞদের মতে, ভারতে বেকারত্বের বৃদ্ধি অসংগঠিত খাতকে উল্লেখযোগ্যভাবে ক্ষতি করেছে। চাহিদা কমে যাওয়ায় দৈনিক মজুরির শ্রমিকরাও ক্ষতিগ্রস্থ হয়েছেন। গত কয়েক মাস ধরে উৎপাদনের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। এর ফলে দৈনিক মজুরি বা চুক্তিভিত্তিক শ্রমিকদের মধ্যে বেকারত্বের হার বৃদ্ধি পায়।

অর্থনীতির বেহাল দশা দেশে। শিল্পে মন্দা, মন্দা অর্থনীতিতেও। সারা দেশে দু্র্দশার ছবি। এক মাসের মধ্যেই দেশের শিল্পক্ষেত্রে উৎপাদন সূচকের অবনতি হয়েছে লক্ষ্যণীয়ভাবে। দেশের শিল্পক্ষেত্রে আগস্টের পরিসংখ্যানে মাথায় হাত পড়ার জোগাড় হয়েছে। সেপ্টেম্বরেও শিল্পক্ষেত্রে পরিসংখ্যান উদ্বেগজনক। তারপর কর্মসংস্থানের রিপোর্টেও মোদী সরকারের ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে।

English summary
Modi government is in trouble for India's unemployment rate in the month of October. The India's unemployment rate in the month of October jumped to 8.5 per cent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X