For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ভ্যাকসিন নিয়ে নয়া সিদ্ধান্ত মোদী সরকারের, কমছে টিকাদানের বয়সসীমা

দেশে করোনার টিকাকরণের (corona vaccine) বয়সসীমা পরিবর্তন নিয়ে বড় সিদ্ধান্ত মোদী (narendra modi) ক্যাবিনেটের। এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকে এই ভ্যাকসিন দেওয়া হবে। এই সিদ্ধান্ত কার্য করা

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনার টিকাকরণের (corona vaccine) বয়সসীমা পরিবর্তন নিয়ে বড় সিদ্ধান্ত মোদী (narendra modi) ক্যাবিনেটের। এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকে এই ভ্যাকসিন দেওয়া হবে। এই সিদ্ধান্ত কার্য করা হবে ১ এপ্রিল থেকে। দেশে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন আছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

মোদী ক্যাবিনেটের সিদ্ধান্ত

মোদী ক্যাবিনেটের সিদ্ধান্ত

মোদী ক্যাবিনেট মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে ৪৫ বছরের ওপরে থাকা সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এক্ষেত্রে কো-মর্বিডিটির জন্য কোনও মেডিক্যাল সার্টিফিকেটের প্রয়োজন হবে না। দেশে দ্বিতীয় দফায় ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হওয়ার পরে বলা হয়েছিল ৬০ বছরের ঊর্ধ্বে সবাই ভ্যাকসিন নিতে পারবেন এবং কো-মর্বিডিটি থাকলে ৪৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে থাকা জনগণ ভ্যাকসিন নিতে পারবে।

দেশে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয়েছে

দেশে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয়েছে

১ মার্চ থেকে দেশে দ্বিতীয় দফার টিকাকরণের কাজ শুরু হয়েছে। সিনিয়র সিটিজেনের পাশাপাশি যাঁদের বয় ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে এবং কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরকে প্রমাণ দেখিয়ে ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করল সরকার। এবার বলা হয়েছে ৪৫ বছরের ওপরে যে কেউ এই ভ্যাকসিন নিতে পারবে।

 বয়সসীমা তুলতে আবেদন জানিয়েছেন একাধিক মুখ্যমন্ত্রী

বয়সসীমা তুলতে আবেদন জানিয়েছেন একাধিক মুখ্যমন্ত্রী

করোনার ধাক্কায় বিপর্যস্ত একাধিক রাজ্য। সেই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন নিতে বয়সসীমা তুলে দিতে আর্জি জানিয়েছিল অনেক রাজ্য। তাদের মধ্যে পঞ্জাব, রাজস্থানের নাম উল্লেখযোগ্য। মঙ্গলবারই রাজস্থানের মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন, ৬০ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়ার জন্য। এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও দাবি করেছে, ভ্যাকসিনেশনের বয়সসীমা তুলে দেওয়ার জন্য। এব্যাপারে তিনি চিকিৎসক দেবী শেঠির কথাও তুলে ধরেছেন। সেখানে বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি বলেছেন, ২৪ থেকে ৪৫ বছর বয়সীদের যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দিতে হবে। কেননা এই বয়সীরা কাজের জন্য বাইরে বেরোন। তারাই সুপার স্প্রেডার হয়ে উঠছেন।

 দেশে সুষ্ঠুভাবেই চলছে টিকাকরণের কাজ

দেশে সুষ্ঠুভাবেই চলছে টিকাকরণের কাজ

গত ২৪ ঘন্টায় একদিকে যেমন সারা দেশে ৪০, ৭১৫ জন করোনা আক্রান্ত হয়েছে, অন্যদিকে দ্রুততার সঙ্গে লচলছে টিকাকরণের কাজ। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৪.৮৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। এঁদের মধ্যে অনেকেই দ্বিতীয় ডোজও নিয়ে ফেলেছেন। গত ২৪ ঘন্টায় সারা দেশে ৩২.৫ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

মুষলধারায় বৃষ্টির সঙ্গে শিলা, হোলির আগেই আবহাওয়ায় বড় পরিবর্তনমুষলধারায় বৃষ্টির সঙ্গে শিলা, হোলির আগেই আবহাওয়ায় বড় পরিবর্তন

English summary
Modi cabinet decides vaccination for all who above 45 years from 1 april
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X