For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন শেষ হলে কারখানাগুলিতে কীভাবে কাজ হবে! কেন্দ্রের তরফে বড়সড় নির্দেশিকা

লকডাউন শেষ হলে কারখানাগুলিতে কীভাবে কাজ হবে! কেন্দ্রের তরফে বড়সড় নির্দেশিকা

  • |
Google Oneindia Bengali News

লকডাউন কি খুব শিগগিরিই তুলে নিতে চলেছে কেন্দ্র? এই প্রশ্ন উস্কে দিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে এলো বড়সড় বার্তা। উল্লেখ্য, বর্তমানে লকডাউনের তৃতীয় পর্বে দেশ। আর ১৭ মে পর্যন্ত এই তৃতীয় পর্বের মেয়াদ রয়েছে বলে জানানো হয়েছে। আর তার আগে ১০ মে রবিবার কেন্দ্রের তরফে জনানো হল, কীভাবে করোনার লকডাউন উঠে গেলে কাজ করতে হবে কারখানা তথা উৎপাদন ক্ষেত্রগুলিকে।

 কেন্দ্রের নির্দেশিকা

কেন্দ্রের নির্দেশিকা

কেন্দ্রের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর যে নতুনভাবে কারখানাগুলি শুরু হবে,তা যেন প্রথম সপ্তাহে 'ট্রায়াল রান' হচ্ছে বলে ধরে নেওয়া হয়। প্রথম সপ্তাহ থেকেই উৎপাদনের মাত্রা বাড়িয়ে দেওয়ার বিষয়টি আপাতত ভাবনার বাইরে রাখতে বলা হয়েছে।

 স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা

স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা

স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা য় বলা হয়েছে যে , কারখানায় কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সমস্ত কারখানা যেগুলি লকডাউন উঠে যাওয়ার পর খুলবে সেখনে স্যানিটাইজেশনের বন্দোবস্ত করতে হবে।

যন্ত্রাংশ স্যানিটাইজ করতে হবে

যন্ত্রাংশ স্যানিটাইজ করতে হবে

সাফ বার্তায় কেন্দ্র জানিয়েছে যে যে সমস্ত কারখানায় বা উৎপাদন ক্ষেত্রগুলিতে যন্ত্রাংশগুলি ভালো করে স্যানিটাইজ করতে হবে। অনেকদিন ধরে যন্ত্রাংশ বন্ধ রয়েছে, ফলে কোন অদ্ভুত আওয়াজ , গন্ধ পেলেই সেবিষয়ে সতর্ক হতে হবে। উল্লেখ্য, সাম্প্রতিককালে বিশাখাপত্তনমের গ্যাস লিক কাণ্ডের পর আরও সতর্ক হয়েছে কেন্দ্র।

 কাঁচামাল ঘিরে সতর্কতা

কাঁচামাল ঘিরে সতর্কতা

বিভিন্ন উৎপাদনক্ষেত্রেই কাঁচামাল পড়ে রয়েছে বন্ধ অবস্থায়। লকডাউনের জেরে বহুদিন তা পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। ফলে গুদামে কাঁচামাল রয়েছে সেখানেও সতর্কতা অবলম্বন করতে হবে বলে কেন্দ্র জানিয়েছে।

বিজেপি ভুয়ো খবর ছড়ানোর কারখানা, শাহের এক ভিডিও-বার্তা তুলে ধরে খোঁচা তৃণমূলেরবিজেপি ভুয়ো খবর ছড়ানোর কারখানা, শাহের এক ভিডিও-বার্তা তুলে ধরে খোঁচা তৃণমূলের

English summary
MHA issues strict guidelines for manufacturing units restarting after Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X