For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় ওমরের পর মেহবুবাও! কাশ্মীরে ধরা পড়ল অন্য ছবি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পা মেলানোর পর এবার যোগ দিলেন আর এক প্রাক্তন কাশ্মীরি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পা মেলানোর পর এবার যোগ দিলেন আর এক প্রাক্তন কাশ্মীরি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। শনিবার অবন্তীপুরায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ভারত জোড়ো যাত্রায় হাঁটেন রাহুলের সঙ্গে।

ভারত জোড়ো যাত্রা একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছে। মাঝে আর একটা দিন, তারপরই সমাপ্তি অনুষ্ঠানে গোটা ভারতকে এক জায়গায় করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। ওইদিন ভারত জোড়ো যাত্রার অনুষ্ঠানে উপস্থিত তাকতে ২২ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্টজনেদেরও।

রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় ওমরের পর মেহবুবাও!

বর্তমানে কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা চলছে। কাশ্মীরে তা প্রবেশ করতেই একটা অন্য ছবি ধরা পড়ছে। ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিরা হাঁটছেন রাহুল গান্ধীর সঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে কাশ্মীরে ভারত জোড়ো যাত্রায় ঐক্যের ছবি ধরা পড়ছে।

কাশ্মীরে পা রেখেই বানিহাল থেকে এনসিপি নেতা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মর আবদুল্লার সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন রাহুল গান্ধী। এরপর এদিন অবন্তীপোরায় এদিন দেখা যায় আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি হাঁটলেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায়।

সোমবার ৩০ জানুয়ারি শেষ হবে ভারত জোড়ো যাত্রা। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে ভারত জোড়ো যাত্রা শেষ করবেন রাহুল গান্ধী। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমীরা থেকে এই যাত্রা শুরুর পর যত এগিয়েছে তত মানুষ ভিড় জমিয়িছেন। আক্ষরিক অর্থেই ঐতিহাসিক রূপ নিয়েছে ভারত জোড়ো যাত্রা।

কাশ্মীরেও রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো। কংগ্রেসের পদযাত্রায় এনপি ও পিডিপির সমর্থন ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এতটাই ভিড় ছিল যে নিরাপত্তার বজ্র আঁটুনিও ভেঙে পড়ে। ফলে নির্দিষ্ট সময়ের আগেই শুক্রবার বন্ধ করতে হয় ভারত জোড়ো যাত্রা।

তারপর শনিবার ছিল আর উন্মাদনা। অবন্তীপুরায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি রাহুল গান্ধীর সঙ্গে পা মেলান ভারত জোড়ো যাত্রায়। একদিন পর সমাপ্তি অনুষ্ঠানে দেশের একাধিক বিজেপি বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়ছে কংগ্রেস। বাংলা থেকে তৃণমূল ও বিহার থেকে জেডিইউ এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বলে জানা গিয়েছে। কর্নাটক থেকে জেডিএসও যোগ দেবে না বলে জানা যাচ্ছে।

এদিন ভারত জোড়ো যাত্রা অবন্তীপুরার চেরসু গ্রাম থেকে শুরু হয়। ৩০ জানুয়ারি এই যাত্রা পৌঁছবে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। সেখান সমাপ্তি অনুষ্ঠানে কোন কোন দল রাহুল গান্ধীর সঙ্গে মিলিত হন, তার দিকে তাকিয়ে গোটা দেশ। উল্লেখ্যষ ১২টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পেরিয়ে শ্রীনগরে পৌঁছছে ভারত জোড়ো যাত্রা।

English summary
Mehabooba Mufti participates with Rahul Gandhi in Bharat Jodo Yatra at Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X