For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন কী, প্রথম কোথায় লাগু হয়েছিল, উত্তর নানা প্রশ্নের

দেশে ত্রস্ত করোনা ভাইরাসে অনেকগুলি রাজ্য ইতিমধ্যে লকডাউনে যাওয়ার কথা ঘোষণা করেছে। তালিকায় রয়েছে রাজস্থান, উত্তরাখণ্ড, পঞ্জাব।

  • |
Google Oneindia Bengali News

দেশে ত্রস্ত করোনা ভাইরাসে অনেকগুলি রাজ্য ইতিমধ্যে লকডাউনে যাওয়ার কথা ঘোষণা করেছে। তালিকায় রয়েছে রাজস্থান, উত্তরাখণ্ড, পঞ্জাব। অনেকগুলি রাজ্য রবিবার ঘোষণা করেছে যে তারা ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন করবে সংশ্লিষ্ট রাজ্যে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ৭৫ টি জেলাকে লকডাউনের আওতায় আনতে বলা হয়েছে।

ধর্মঘট, কারফিউ-এর পরিচিত

ধর্মঘট, কারফিউ-এর পরিচিত

আমরা ধর্মঘটের কথা শুনেছি, কারফিউ-এর কথা শুনেছি। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে লকডাউন শব্দটি কী? কীভাবে এটি আমাদের জীবনে প্রভাব ফেলবে? এটি উঠে যাবে কবে? বলা ভাল পশ্চিমী দেশগুলি জরুরি পরিস্থিতিতে লকডাউন কথাটি বহুবার ব্যবহার করেছে।
আমাদের দেশে লোককে ঘরে রাখার জন্য কারফিউ বা ১৪৪ ধারা বজায় রাখার কথা মাঝে মধ্যেই উঠে আসে।

লকডাউন কী?

লকডাউন কী?

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে এবারই প্রথমবারের জন্য লকডাউন কথাটি ব্যবহার করা হচ্ছে। এর সহজ অর্থ হল, প্রয়োজনীয় পরিষেবাগুলি বাদ দিয়ে সবকিছু বন্ধ রাখা। এইসয়ম যখন কোনও প্রয়োজন বা জরুরি অবস্থা থাকে তখন কেবল আপনাকে বাড়ি ছাড়তে দেওয়া হবে।

এর আগে লকডাউন

এর আগে লকডাউন

৯/১১ তে আমেরিকায় সন্ত্রাসবাদী হামলার পরে সর্বপ্রথম লকডাউন করা হয়েছিল। এরপর ২০১৩তে বোস্টন এবং ২০১৫-তে প্যারিসে হামলার পর ব্র্যাসেলস-এ লকডাউন ঘোষণা করে হয়েছিল।

কোন কোন পরিষেবায় ছাড়

কোন কোন পরিষেবায় ছাড়

সাধারণ ভাবে লকডাউনে দুধ, ওষুধ ও সবজির দোকানে ছাড় দেওয়া হয়ে থাকে। এছাড়াও হাসপাতালের ক্লিনিকগুলিও খএালা থাকে। এর বাইরে রেশন দোকানও খোলা থাকে। খোলা রাখা হয় পেট্রোল পাম্পও।

English summary
Meaning of lockdown and its uses in different countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X