For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাসপোর্টের সুরক্ষা বাড়াতেই পদ্মফুলের জলছাপ', সাফাই বিদেশ মন্ত্রকের

ভারতীয় পাসপোর্টে পদ্মফুলের জলছাপ নিয়ে সাফাই দিল বিদেশমন্ত্রক। বৃহস্পতিবারই বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, পাসপোর্টের সুরক্ষা বাড়ানোর জন্যই তাতে জাতীয় ফুলের ছাপ দেওয়া শুরু হয়েছে।

Google Oneindia Bengali News

ভারতীয় পাসপোর্টে পদ্মফুলের জলছাপ নিয়ে সাফাই দিল বিদেশমন্ত্রক। বৃহস্পতিবারই বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, পাসপোর্টের সুরক্ষা বাড়ানোর জন্যই তাতে জাতীয় ফুলের ছাপ দেওয়া শুরু হয়েছে। দেশের অন্য জাতীয় চিহ্নও এরপর থেকে ব্যবহার করা হবে পাসপোর্টে।

বিদেশ মন্ত্রকের বক্তব্য

বিদেশ মন্ত্রকের বক্তব্য

নতুন ইস্যু করা পাসপোর্টগুলিতে পদ্মফুলের জলছাপ দেওয়া শুরু করেছে বিদেশমন্ত্রক। এই বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার এই নিয়ে লোকসভায় বিরোধিতা করে বিরোধী দলগুলি। যদিও বিরোধীদের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেয় বিদেশমন্ত্রক। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, 'এটা আমাদের জাতীয় ফুলের চিহ্ন। জাল পাসপোর্ট রুখতে সুরক্ষা আরও এক ধাপ বাড়ানোর জন্যই বাড়তি ফিচার যোগ করা হয়েছে। আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার (আইসিএও) নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত।'

নতুন পাসপোর্টে পদ্ম থাকায় তোপ বিরোধীদের

নতুন পাসপোর্টে পদ্ম থাকায় তোপ বিরোধীদের

কেরলের কোঝিকোড়েতে নতুন কয়েকটি পাসপোর্ট ইস্যুতে করা হয়েছে। দেখা গিয়েছে তাতে রয়েছে পদ্মফুলের ছাপ । এই বিষয়ে জিরো হাওয়ারে সরকারকে প্রশ্ন করেন বিরোধীরা। কংগ্রেসের এম কে রাঘবন বলেন, 'এই বিষয়টি একটি সংবাদপত্রে ছাপা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে গৈরিকিকরণের দিকে আরও একধাপ এগনো হল। কারণ কেন্দ্রের শাসকদল বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম এখন থেকে পাসপোর্টেও দেখা যাবে।'

'সব জাতীয় চিহ্নই ব্যবহার করা হবে'

'সব জাতীয় চিহ্নই ব্যবহার করা হবে'

রবীশ কুমার এই বিষয়ে রাজনীতি করার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, 'পদ্মফুল ছাড়াও অন্য জাতীয় চিহ্নগুলি পর্যায়ক্রমে ব্যবহার করা হবে। পরের মাসে অন্য কোনও চিহ্ন ব্যবহার করা হবে। যেগুলি ব্যবহার করা হবে দেশের সঙ্গে তার যোগ থাকবে, যেমন জাতীয় ফুল বা জাতীয় পশু।'

'মেক ইন ইন্ডিয়া নয়, রেপ ইন ইন্ডিয়া', রাহুলের বক্তব্য ঘিরে দেবশ্রী-স্মৃতিরা ঝড় তুললেন সংসদে'মেক ইন ইন্ডিয়া নয়, রেপ ইন ইন্ডিয়া', রাহুলের বক্তব্য ঘিরে দেবশ্রী-স্মৃতিরা ঝড় তুললেন সংসদে

English summary
Rahul Gandhi's comment on Rape , brings uproar in Parliament .Rahul Gandhi, Congress in Godda, Jharkhand: Narendra Modi had said 'Make in India' but nowadays wherever you look, it is 'Rape in India'. In Uttar Pradesh Narendra Modi's MLA raped a woman, then she met with an accident but Narendra Modi did not utter a word.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X