For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খালিস্তানি জঙ্গির ছবি দিয়ে কর্তারপুর গান প্রকাশে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

কর্তারপুর গানের ভিডিওয় খালিস্তানি জঙ্গিদের ছবি থাকার তীব্র প্রতিবাদ জানাল ভারত। একদিন আগেই কর্তারপর করিডরের গানের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান।

Google Oneindia Bengali News

কর্তারপুর গানের ভিডিওয় খালিস্তানি জঙ্গিদের ছবি থাকার তীব্র প্রতিবাদ জানাল ভারত। একদিন আগেই কর্তারপর করিডরের গানের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। তাতেই দেখা গিয়েছে তিন খালিস্তানপন্থী নেতার ছবি। তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ভারতীয় পুণ্যার্থীদের যথোপযোক্ত নিরাপত্তার দাবি জানানো হয়েছে।

তুলোধোনা ভারতের

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, কর্তারপুর করিডর দিয়ে ভারতীয় পুণ্যার্থীদের পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় রয়েছে ভারত। এদিকে পািকস্তানের পক্ষ থেকে ভারতীয় পূণ্যার্থীদের কর্তারপুর করিডরে যাওয়ার সময় পাসপোর্ট দরকার হবে বলে জানানো হয়েছে। যদিও এর জন্য ভিসা লাগবে না তা আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। রবিশ কুমার জানিয়েছেন পাকিস্তান এখনও পর্যন্ত এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। একবার তাঁরা পাসপোর্ট প্রয়োজন হবে বলে জানাচ্ছেন একবার বলছে পাসপোর্টের প্রয়োজন নেই। কিন্তু দ্বিপাক্ষিক চুক্তিকে পাসপোর্টের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইটে জানিয়েছেন ভারতীয় শিখ পুণ্যার্থীদের পাসপোর্টের প্রয়োজন হবে না।

চিন্তিতও ভারত

এদিকে খালিস্তানপন্থী নেতাদের কর্তারপুর গানের ভিডিওদে দেখা যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় পূণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পাকিস্তানকে বার্তা পাঠিয়েছে। এমন কী ভিভিআইপিদের নিরাপত্তাও বাড়ানোর দাবি জানানো হয়েছে। ভারতের কাশ্মীর সিদ্ধান্তের পর থেকেই খালিস্তান পন্থী নেতাদের মদত দেওয়া শুরু করেছে পাকিস্তান। কর্তারপুর করিডর কমিটিতেও খালিস্তান পন্থী নেতাদের রেখেছিলেন ইমরান খান। এই নিয়ে ভারতের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয়েছে।

পাকিস্তানের অভিসন্ধি নিয়ে প্রশ্ন

এদিকে গতকাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছেন ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই পাকিস্তান কর্তারপুর করিডর খোলার সিদ্ধান্ত নিয়েছিল। এবং সেকথা নভজ্যোত সিং সিধুকে জানিয়েছিলেন পাক সেনা প্রধান। পুরো পরিকল্পনার নেপথ্যে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। অমরিন্দর এই দাবির পরেই ভারতের পক্ষ থেকে কর্তারপুর করিডরের ভিভিআইপিদের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। এবং উদ্বোধনের আগের দিন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য একটি দল পাঠানোর কথাও বলা বলা হয়েছে ভারতের পক্ষ থেকে।

কর্তারপুর করিডরের জন্য পুণ্যার্থীদের পাসপোর্ট বাধ্যতামূলক করল পাকিস্তানকর্তারপুর করিডরের জন্য পুণ্যার্থীদের পাসপোর্ট বাধ্যতামূলক করল পাকিস্তান

কর্তারপুর করিডরের নেপথ্যে নাশকতার পরিকল্পনা জঙ্গিদের, বাড়ানো হল ভিভিআইপিদের নিরাপত্তাকর্তারপুর করিডরের নেপথ্যে নাশকতার পরিকল্পনা জঙ্গিদের, বাড়ানো হল ভিভিআইপিদের নিরাপত্তা

English summary
MEA condemn Pakistan attempt to glowrify Khalistani separatist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X