For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে কী প্রস্তুতি নিলেন আগ্রার মেয়র?

Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অভিনব এক উপায় বের করেছেন আগ্রার মেয়র। প্রতীকী ইঙ্গিত হিসাবে, আগ্রার মেয়র নবীন কে জৈন রাজ্যের অতিথি ট্রাম্পকে রুপো দিয়ে তৈরি 'শহরের চাবি' তুলে দিয়ে স্বাগত জানাবেন।

চাবিটির ওজন ৬০০ গ্রাম এবং এটি তাজমহলের আকারে

চাবিটির ওজন ৬০০ গ্রাম এবং এটি তাজমহলের আকারে

এই বিষয়ে মেয়র বলেন, 'যখনই কোনও বিদেশি অতিথি আগ্রায় বেড়াতে আসে তখন তাদের কাছে চাবি হস্তান্তর করার একটি ঐতিহ্য এবং পুরানো ধারণা রয়েছে। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে গিয়ে আমরা আগ্রার চাবি অতিথির হাতে তুলে দিই। এর অর্থ হল তাদের আগ্রার দরজা খুলে শহরে প্রবেশ করা উচিত। চাবিটির ওজন ৬০০ গ্রাম এবং এটি দিল্লিতে তৈরি হয়েছিল এবং এটি তাজমহলের আকারে।'

২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে পৌঁছাবেন

২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে পৌঁছাবেন

২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে পৌঁছাবেন সকাল ১১টার সময়। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার বিমানে করে সস্ত্রীক ট্রাম্প আসবেন বলে জানা গিয়েছে। রোডশোয়ের পর দুই নেতা পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। নব নির্মিত ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে এক থেকে দেড় লক্ষ মানুষ যোগ দেবেন। দুপুর সাড়ে বারোটার সময় দুই নেতা এই অনুষ্ঠানে আসবেন এবং একসঙ্গে বক্তৃতা করবেন। আমেরিকায় 'হাউডি মোদী'‌র অনুকরণেই ভারতে 'নমস্তে ট্রাম্প'‌ অনুষ্ঠানটি হবে।

গান্ধী আশ্রমে যাবেন না ট্রাম্প

গান্ধী আশ্রমে যাবেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ভারত সফর উপলক্ষে সেজে উঠছে রাজধানী দিল্লি ও আগ্রাও। আহমেদাবাদে থেকেই আগ্রা চলে যাবেন ট্রাম্প। তবে জানা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে আগ্রা যাবেন না প্রধানমন্ত্রী। এদিকে সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্পের সফরের তালিকা থেকে সরবমতীর গান্ধী আশ্রম বাদ যেতে পারে। তবে গান্ধী আশ্রমে ট্রাম্পের যাওয়ার সম্ভাবনায় সেখানকার প্রস্তুতি তুঙ্গে।

২৫ ফেব্রুয়ারি দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

২৫ ফেব্রুয়ারি দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

বিদেশ মন্ত্রকের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ২৫ ফেব্রুয়ারি সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পকে রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তাঁরা রাজঘাটে যাবেন। পরে সেদিনই দিল্লিতে বৈঠকে বসনের মোট ও ট্রাম্প যেখানে স্বাক্ষরিত হতে পারে গুরুত্বপূর্ণ সব চুক্তি।

English summary
Mayor to welcome US President by handing over key of Agra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X