For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিশঙ্কু হরিয়ানায় সরকার গড়া নিয়ে আলোচনা, মহারাষ্ট্রে সরকার গড়ছে বিজেপি-সেনা জোট

মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভার ভোটাভুটির পর এবার পালা ফলাফল জানার। দুই রাজ্যেই সোমবার এক দফায় ভোট সম্পন্ন হয়েছে। এদিন বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভার ভোটাভুটির পর এবার পালা ফলাফল জানার। দুই রাজ্যেই সোমবার এক দফায় ভোট সম্পন্ন হয়েছে। এদিন বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হচ্ছে। দুই রাজ্যে শাসক দলের আসনে রয়েছে বিজেপি। তাদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে কংগ্রেস, আইএনএলডি, এনসিপি'র মতো দলগুলি। এই দুই রাজ্যে কি পালাবদল হবে, নাকি ফের একবার কুপোকাত হবে বিরোধী শিবির? ফলাফলের আপডেট জেনে নিন একনজরে।

মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা ভোটের ফল একনজরে

Newest First Oldest First
8:49 PM, 24 Oct

সাম্প্রদায়িকতার রাজনীতি ছেড়ে দেশের অর্থনীতি আর গ্রামীণ উন্নয়নে মন দিক বিজেপি:ওয়াইসি
8:48 PM, 24 Oct

হরিয়ানার হার হয়েছে বিজেপির, ফলাফল নিয়ে কটাক্ষ আসাউদ্দিন ওয়াইসির
8:29 PM, 24 Oct

মহারাষ্ট্রে ফের একবার বৃহত্তম দল হয়েছে বিজেপি। সেজন্য সকলকে ধন্যবাদ জানালেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
8:23 PM, 24 Oct

১৫ জন নির্দল এখনও আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, বললেন ফড়নবীশ। তাদের দলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
8:22 PM, 24 Oct

দেবেন্দ্র ফড়নবীশকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী।
4:11 PM, 24 Oct

হরিয়ানা ও মহারাষ্ট্রের ফলাফলে খুশি বলে জানালেন প্রিয়াঙ্কা গান্ধী।
3:02 PM, 24 Oct

খারাপ ফলাফলের পর হরিয়ানার বিজেপি প্রধান সুভাষ বারালার পদত্যাগ।
2:58 PM, 24 Oct

বিজেপি নির্দল প্রার্থীদের ভাঙাতে চাইছে, অভিযোগ ডিএস হুডার।
1:32 PM, 24 Oct

সময় এসেছে কংগ্রেস, জেজেপি ও আইএনএলডি-র একসঙ্গে সরকার গড়ার। বললেন হুডা।
12:48 PM, 24 Oct

কারও সঙ্গে কথা হয়নি। যা কথা হবে তা ভোটের ফলাফলের পর। বললেন চৌতালা।
11:47 AM, 24 Oct

হরিয়ানায় জেজেপি নেতাদের উল্লাস। কারণ ১১টি আসনে চৌতালার দল এগিয়ে রয়েছে।
11:45 AM, 24 Oct

তামিলনাড়ুতে দুটি উপনির্বাচন কেন্দ্রে এগিয়ে এআইএডিএমকে
11:44 AM, 24 Oct

হরিয়ানার পরিস্থিতি বুঝতে কংগ্রেস নেতা হুডার সঙ্গে কথা সভানেত্রী সনিয়া গান্ধীর।
11:43 AM, 24 Oct

ধর্মশালা আসনে জয় পেল বিজেপি।
11:06 AM, 24 Oct

দুষ্মন্ত চৌতালা জানিয়ে দিয়েছেন তাঁকে মুখ্যমন্ত্রীর পদ যে দেবে তাদের তিনি সমর্থন জানাবেন। সেটা বিজেপি বা কংগ্রেস দুই হতে পারে।
10:40 AM, 24 Oct

হরিয়ানায় জেজেপি হতে পারে কিংমেকার। কারণ মনে করা হচ্ছে অন্তত ৬-১০টি আসন পেতে পারে চৌতালার দল। সেক্ষেত্রে তাঁদের ওপরই নির্ভর করবে সরকার কারা গড়বে সেটা।
10:23 AM, 24 Oct

হরিয়ানার জেজেপি নেতা দুষ্মন্ত সিং জানালেন বিজেপি কোনওভাবেই ক্ষমতায় আসতে পারবে না।
10:22 AM, 24 Oct

হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা পাবে কংগ্রেস, দাবি হুডার।
10:21 AM, 24 Oct

উত্তরপ্রদেশের রামপুর উপনির্বাচনে এগিয়ে সপা প্রার্থী তাজিন ফাতিমা।
10:10 AM, 24 Oct

হরিয়ানায় ত্রিশঙ্কু বিধানসভার দিকে এগোচ্ছে। বিজেপি এদিয়ে ৪৪টি আসনে। কংগ্রেস ৩০টি ও অন্যান্যরা ১৬টি আসনে এগিয়ে।
9:34 AM, 24 Oct

হরিয়ানায় মনোহরলাল খট্টর, ববিতা ফোগতরা এগিয়ে রয়েছেন হেভিওয়েট প্রার্থীদের মধ্যে।
9:33 AM, 24 Oct

মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবীশ, আদিত্য ঠাকরের মতো নেতারা এগিয়ে রয়েছেন নিজেদের কেন্দ্র থেকে।
9:08 AM, 24 Oct

হরিয়ানায় প্রাথমিক ট্রেন্ডে ৫০টি আসনে বিজেপি, ২৬টি আসনে কংগ্রেস ও ১২টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে।
9:06 AM, 24 Oct

মহারাষ্ট্রে বিজেপি ২৫২টি আসনের ট্রেন্ডে এগিয়ে গেল ১৭৩টি আসনে। কংগ্রেস ৭১টি ও অন্যান্যরা ৮টি আসনে এগিয়ে।
8:30 AM, 24 Oct

হরিয়ানায় বিজেপি এগিয়ে ৪০ টি আসনে, কংগ্রেস এগিয়ে ৮ টি আসনে
8:30 AM, 24 Oct

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা এগিয়ে ৯৩টি আসনে, কংগ্রেস-এনসিপি এগিয়ে ২৩ টি আসনে
8:18 AM, 24 Oct

হরিয়ানায় বিজেপি এগিয়ে ১৮ টি আসনে, কংগ্রেস এগিয়ে ৩ টি আসনে
8:18 AM, 24 Oct

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা এগিয়ে ৩৩টি আসনে, কংগ্রেস-এনসিপি এগিয়ে ১০ টি আসনে
8:17 AM, 24 Oct

মুম্বইয়ের ওরলি থেকে এগিয়ে আদিত্য ঠাকরে
7:45 AM, 24 Oct

কোলাবার একটি ভোটগণনা কেন্দ্রের ছবি
READ MORE

English summary
Maharashtra & Haryana Election Results 2019 live updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X