For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবেন্দ্র ফডনবিশকে আমন্ত্রণ! সরকার গঠন নিয়ে রাজ্যপাল তুললেন 'প্রশ্ন'

শনিবার বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কয়েকঘন্টা আগে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানালেন। স

  • |
Google Oneindia Bengali News

শনিবার বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কয়েকঘন্টা আগে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানালেন। সঙ্গে তিনি সরকার গঠনে তাঁর দলের ইচ্ছা ও দক্ষতা নিয়ে 'প্রশ্ন' তুলেছেন বলে জানা গিয়েছে। সিনিয়র বিজেপি নেতা এই চিঠি সম্পর্কে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে বার্তা পাওয়ার পরেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেবেন্দ্র ফডনবিশকে আমন্ত্রণ! সরকার গঠন নিয়ে রাজ্যপাল তুললেন প্রশ্ন

রাজ্য বিজেপি সূত্রে খবর, রবিবার দলের কোর কমিটির বৈঠকে চিঠিটি পেশ করা হবে। আর সিদ্ধান্ত নেওয়ার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হবে, আদৌ তারা সেখানে সরকার গঠনের জন্য এগিয়ে যাবে কিনা।

নির্বাচনে বিজেপির জোট সঙ্গী শিবসেনা জানিয়েছে, যদি ফড়নবিশ সরকার গঠনে ইচ্ছার কথা জানান, তাহলে সেই সিদ্ধান্তকে বিজেপির সঙ্গে সম্পর্ক সমাপ্তির কথাই ধরে নেওয়া হবে। বিজেপির এক সিনিয়র নেতা বলেছেন, তিনি মনে করেন, যদি সরকার গঠনের নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে দল নিশ্চিত না হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের মতো জায়গায় যাওয়াই উচিত নয়। রাজনীতির সব দিক বুঝে শুনেই এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। কেননা শিবসেনা ইতিমধ্যেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করেছে।

২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে বিজেপি ১০৫ এবং শিবসেনা ৫৬ টি আাসন পেয়েছিল। তারপর থেকে মুখ্যমন্ত্রীর আসন ভাগাভাগি নিয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে দড়ি চানাটানি চলতে থাকায় রাজ্যে এখনও সরকার গঠন সম্ভব হয়নি।

English summary
Maharashtra Governor asks Devendra Fadnavis about his willingness and ability of his party to form govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X