For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোট আপডেট : আরও ৩১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

এদিন কী কী হতে চলেছে তা দেখে নেওয়া যাক ভোট আপডেটে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আর ঠিক দুই সপ্তাহ বাকী। তারপরই আগামী ১১ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথম দফার নির্বাচন। চলছে সাত দফা ধরে। ফলে সময় আর বেশি বাকী নেই। সব দলের নেতারা নেমে পড়েছেন জোর প্রচারে। এদিন নেমে পড়েছেন বিজেপি নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার পরপর ম্যারাথন প্রচার করবেন তিনি। এদিকে নকুলদানা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কড়া চিঠি পাঠাল কমিশন। তৃণমূল কংগ্রেসকে ভর্ৎসনা করা হয়েছে। সবমিলিয়ে এদিন কী কী হতে চলেছে তা দেখে নেওয়া যাক ভোট আপডেটে।

লোকসভা ভোট আপডেট : প্রচারে মোদী, অনুব্রত পেলেন চিঠি

Newest First Oldest First
11:57 PM, 28 Mar

লোকসভা নির্বাচনে লড়তে আরও ৩১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এর মধ্যে রাজস্থানের ১৯ জন, গুজরাত ও উত্তরপ্রদেশের ৬ জন করে নাম রয়েছে।
8:19 PM, 28 Mar

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সেন্ট্রাল পুলিশ অবজার্ভার হিসাবে নিযুক্ত করা হল বিবেক দুবেকে। আগে কেকে শর্মাকে নিয়োগ করা হয়েছিল। তবে তৃণমূলের আপত্তির পর তাঁকে বদলি করা হয়েছে তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে।
7:25 PM, 28 Mar

জিতিন প্রসাদকে প্রার্থী করতে হবে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। জিতিন জানালেন, কর্মীদের মনের অবস্থা বুঝতে পারছি। তবে আমি অনুগত সৈনিক। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলব।
5:59 PM, 28 Mar

কাশ্মীরের আখনূরে গিয়ে ফের কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সারা দেশ এক সুরে কথা বলছে। এদিনে কংগ্রেস, এনসি, পিডিপি অন্য সুরে কথা বলছে। আপনি কি এই ভাষা পছন্দ করবেন? পাকিস্তান এদের প্রশংসা করছে।
5:56 PM, 28 Mar

আরজেডি ছাত্র সংগঠনের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব।
5:55 PM, 28 Mar

লোকসভা ভোটে লড়তে আরও পাঁচ জনের তালিকা প্রকাশ করল সমাজবাদী পার্টি।
5:53 PM, 28 Mar

আরজেডি নেতা গিরিনাথ সিং এদিন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন।
4:49 PM, 28 Mar

এদিন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন শত্রুঘ্ন সিনহা। আগামী ৬ এপ্রিল তিনি কংগ্রেসে যোগদান করতে পারেন।
2:25 PM, 28 Mar

পাঞ্জাবের আম আদমি পার্টির সাসপেন্ড হওয়া নেতা হরিন্দর সিং খালসা এদিন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে আম আদমি পার্টিতে যোগদান করলেন।
2:24 PM, 28 Mar

সপা-বসপা-আরএলডি জোটকে সরাব বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন এই সরাব আপনাদের বরবাদ করে দিয়েছে।
2:20 PM, 28 Mar

কংগ্রেস নেতা আরকে আনন্দ শত্রুঘ্ন সিনহার দলে যোগ দেওয়া নিয়ে বলেন, আজই সিদ্ধান্ত হবে। তাঁর দলে যোগ দেওয়া নিয়ে বিরোধ নেই। আসন নিয়েও বিরোধ নেই।
12:52 PM, 28 Mar

বিহারে কংগ্রেস ও আরজেডি জোট আসন নিয়ে ঐক্যমত্য পৌঁছতে পারেনি। যার ফলে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। এবং বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহার কংগ্রেসে এন্ট্রি পিছিয়ে গিয়েছে।
12:49 PM, 28 Mar

মেরঠের সভা থেকে বিরোধীদের একেরপর এক তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে বলেন, বিরোধীদের প্রমাণ চাই নাকি দেশনায়ক চাই। দেশের সেনারাই নায়ক। দেশ তাঁদের ভরসা করে।
12:22 PM, 28 Mar

বীরভূমের বিভিন্ন ব্লকে দলীয় সভা করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন 'আইনটা আমি বুঝি। ' এবার সেই আইনি পথে হেঁটেই অনুব্রতর 'নকুলদানা' দাওয়াইয়ের মন্তব্যের জন্য কমিশনের চিঠি গেল তৃণমূলের কাছে। উল্লেখ্য, রাঢ় বাংলার এই দাপুটে তৃণমূল নেতা কিছুদিন আগেই বলেছিলেন ' নির্বাচন কমিশনও নকুলদানা খায়।' এরপরই তা বিষয়টি নজরে আসে কমিশনের। নির্বাচন কমিশন এদিন একটি নোটিস দিয়ে তৃণমূলকে জানিয়েছে, তাঁদের নেতার মন্তব্যে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এটা লজ্জাজনক।
12:14 PM, 28 Mar

প্রচারে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মেরঠে জনসভা করছেন তিনি।

English summary
Lok Sabha Elections 2019 : Know the live updates of 28th March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X