For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live: গণপিটুনি নিয়ে লোকসভায় রাজনাথের বিবৃতি, অধিবেশন থেকে ওয়াক আউট কংগ্রেসের

বাদল অধিবেশনের শুরুর দিনেই লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন। সেই অনাস্থায় সহজেই জিতবে সরকার।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

বাদল অধিবেশনের শুরুর দিনেই লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন। সেই অনাস্থায় সহজেই জিতবে সরকার। এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Live: প্রথমবার সংসদে অনাস্থার মুখে মোদী সরকার! ব্যর্থতার দিক তুলে ধরতে চায় কংগ্রেস

Newest First Oldest First
3:49 PM, 19 Jul

আস্থা ভোটে দলের সমস্ত সাংসদদের হাজির থাকা নিয়ে হুইপ জারি করল শিবসেনা, তবে এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি।
3:47 PM, 19 Jul

আস্থা ভোট নিয়ে বঞ্চনার অভিযোগ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর: কাবেরি নদীর জলবন্টন নিয়ে আমরা যখন লড়াই করছিলাম কোনও রাজ্য এগিয়ে আসেনি। আজ যেটা হচ্ছে সেটা অন্ধ্রপ্রদেশের নিজস্ব ব্যাপার। তারা মোকাবিলা করুক। আমরা কেন গলা মেলাব?
2:00 PM, 19 Jul

শুক্রবার সংসদে ভোটাভুটি-তে অংশ নিতে তৃণমূল সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
1:59 PM, 19 Jul

শুক্রবারের আস্থা ভোটে অংশ নিতে দলীয় সংসদদের হাজিরায় হুইপ জারি করল বিজেডি।
1:46 PM, 19 Jul

গণপিটুনি নিয়ে রাজনাথ সিং-এর বক্তব্য সন্তোষজনক নয়, সেই কারণে কংগ্রেস সাংসদরা ওয়াকআউট করেছে, জানালেন শশী থারুর।
1:22 PM, 19 Jul

লোকসভায় গণপিটুনি নিয়ে বিবৃতি রাজনাথ সিং-এর, বিবৃতিতে অসন্তুষ্ঠি কংগ্রেসের, প্রতিবাদে লোকসভা থেকে ওয়াক আউটও করেন কংগ্রেস সাংসদরা।
1:20 PM, 19 Jul

আস্থা-ভোট নিয়ে বিরোধীদের কটাক্ষ বিজেপি সাংসদ রাম মাধবের, বললেন, গণিতে তো বিরোধীদের কাছে কোনও সংখ্যা নেই অথচ তারা বলছেন সংখ্যা রয়েছে, আজ আর কালকের মধ্যেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে।
11:35 AM, 19 Jul

বিরোধীরাও জানে সংখ্যা তাদের বিপক্ষে রয়েছে। বিতর্কে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে সরকারপক্ষ তথা নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করতে চায়। মোদীর সরকারের সমর্থনে যেসব দল রয়েছে, তাদের সামনেও বিষয়গুলি তুলে ধরতে চায় বিরোধীরা।
11:34 AM, 19 Jul

সরকারপক্ষ এই অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে বিরোধীদের মধ্যে ভাঙন ধরাতে চায়। বিজেডি, টিআরএস এবং এআইএডিএমকে-র মতো দলগুলি সরকারকে সমর্থন না করলেও যাতে নিরপেক্ষ থাকে, সেই বিষয়টিও চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফে।
11:34 AM, 19 Jul

স্পিকারকে ধরে এনডিএ-র হাতে রয়েছে ৩১৪ টি আসন। ৫৪৪ আসনের লোকসভায় এখন সদস্য রয়েছেন ৫৩৪ জন। যার অর্ধেক হল ২৬৭। দুজন মনোনীত সদস্য ধরে লোকসভায় বিজেপি সদস্য সংখ্যা ২৭৩। লোকসভায় বিরোধীদের সদস্য সংখ্যা ২২২।
11:30 AM, 19 Jul

বুধবার সংসদের বাদল অধিবেশনের শুরুতেই টিডিপির আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন স্পিকার সুমিত্রা মহাজন

English summary
Live update of no confidence motion against Modi Govt on friday in Loksabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X