For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কম্বল থেকে শুরু করে ফ্যান, ট্রেনে চুরি ঠেকাতে হিমশিম রেল কর্তৃপক্ষ, দেখুন আজব পরিসংখ্যান

সম্প্রতি পশ্চিম রেল কর্তৃপক্ষ রেলে চুরি যাওয়া সামগ্রীর তালিকা প্রকাশ করেছে। যা দেখে হইচই পড়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি পশ্চিম রেল কর্তৃপক্ষ রেলে চুরি যাওয়া সামগ্রীর তালিকা প্রকাশ করেছে। যা দেখে হইচই পড়ে গিয়েছে। দূরপাল্লার ট্রেনের এভাবে যাত্রীরা চুরি করতে পারেন তা ভাবা যায় না। গত বছরে কোন কোন সামগ্রী কত হারে চুরি হয়েছে, রেল তার তালিকা তৈরি করেছে। তা বেশ চমকে দেওয়ার মতো। একদিকে যেমন যাত্রী সুরক্ষার বিষয়টি রয়েছে, তেমনই যাত্রীদের আচরণও যে ভেবে দেখতে হবে তা রেলের পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে গিয়েছে।

টাওয়েল থেকে কম্বল

টাওয়েল থেকে কম্বল

রেল জানিয়েছে, দূরপাল্লার ট্রেনে ১.৯৫ লক্ষ টাওয়েল, ৮১, ৭৩৬ বেড শিট, ৫৫, ৫৭৩ টি বালিশের কভার, ৫০৩৮টি বালিশ, ৭০৪৩টি কম্বল, সিলিং ফ্যান চুরি গিয়েছে।

মগ থেকে পাইপ

মগ থেকে পাইপ

এর পাশাপাশি বাথরুম থেকে ২০০টি মগ, ১ হাজার কলের মুখ, ৩০০টি ফ্ল্যাশ পাইপও চুরি গিয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি টার্গেট

সবচেয়ে বেশি টার্গেট

সবচেয়ে বেশি টার্গেট করা হয় বাথরুমের মগ, সিলিং ফ্যান, বেড শিট, বালিশ, বালিশের কভারকে। সবমিলিয়ে অন্তত ২.৯৭ কোটি টাকার সম্পত্তি রেলের চুরি গিয়েছে।

[আরও পড়ুন: বাজার খুলতেই ২০০ পয়েন্ট নামল সেনসেক্স, নিফটি কমে ১০,৫০০ এর নিচে][আরও পড়ুন: বাজার খুলতেই ২০০ পয়েন্ট নামল সেনসেক্স, নিফটি কমে ১০,৫০০ এর নিচে]

রেলের তথ্য

রেলের তথ্য

মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুনীল উদাসি বলেছেন, গত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ৭৯, ৩৫০ হ্যান্ড টাওয়েল, ২৭, ৫৪৫টি বেডশিট, ২১, ০৫০ বালিশের কভার, ২১৫০ বালিশ, ২০৬৫টি কম্বল চুরি গিয়েছে। সবমিলিয়ে মোট ৬২ লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে।

[আরও পড়ুন: প্রতিরক্ষা চুক্তি থেকে নানা ইস্যু, পুতিনের ভারত সফরের দিকে নজর সকলের][আরও পড়ুন: প্রতিরক্ষা চুক্তি থেকে নানা ইস্যু, পুতিনের ভারত সফরের দিকে নজর সকলের]

English summary
List of items stolen from Indian Railways each year by passengers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X