For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IB এবং RAW-র রিপোর্ট প্রকাশ্য, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ আইনমন্ত্রীর

দেশের সুরক্ষা বজায় রাখাই প্রাথমিক কর্তব্য

Google Oneindia Bengali News

আইবি এবং র-র তথ্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামের অ্যানােলসিস উইংয়ে প্রকাশ করার কথা বলেছে সুপ্রিম কোর্টে। তাতে গভীরভাবে আপত্তি জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছে, এটা হলে তা অত্যন্ত উদ্বেগের বিষয় হবে। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।

IB এবং RAW-র রিপোর্ট প্রকাশ্য, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ আইনমন্ত্রীর

সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে আইবি এবং র-র কিছু তথ্য কলেজিয়ামের অ্যানালিসিস টিমের সঙ্গে যেন ভাগ করে নেওয়া হয়। সেটা নিেই উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তিনি বলেছেন র এবং আইবিতে যাঁরা কাজ করেন তাঁরা দেশের একাধিক তথ্য গোপন রাখে। সেটা প্রকাশ্যে আনা হলে দেশের পক্ষে ক্ষতিকর হতে পারে। সেকারণে তিনি দেশের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেেছন।

সেই সঙ্গে তিনি আইবি এবং র-র কর্মীদের সতর্ক করে বলেেছন তাঁরা কাজ করার সময় যেন মনে রাখেন তাঁদের কাছে দেশের গোপন সব তথ্য রয়েছে। সেগুলি যাতে কোনও ভাবেই ফাঁস না হয়। তাঁদের কাছে যা তথ্য রয়েছে সেগুলি প্রকাশ্যে আনার আগে তারা যেন দ্বিতীয়বার ভেবে নেন। কারণ দেশের গোপন তথ্য থাকে র এবং ইন্টালিজেন্স এজেন্সির কাছে।

কয়েকদিন ধরেই সুপ্রিম কোর্টের কলেজিয়ামে কেন্দ্রের প্রতিনিধি রাখার প্রস্তাবকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েেছ। বিরোদীরা অভিযোগ করেছেন বিচারব্যবস্থার উপরেও এবার হস্তক্ষেপ করতে চাইছে মোদী সরকা সেকারণে তারা এই বিচারপতি নিয়োগের প্রক্রিয়াতেও প্রতিনিধি রাখতে চাইছে। এটা বিচারবিভাগের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে অভিযোগ করেছেন তাঁরা।

'সত্য লুকানো সম্ভব নয়, একদিন সামনে আসবেই', বিবিসির তথ্যচিত্র নিয়ে মোদীকে তোপ রাহুলের 'সত্য লুকানো সম্ভব নয়, একদিন সামনে আসবেই', বিবিসির তথ্যচিত্র নিয়ে মোদীকে তোপ রাহুলের

English summary
Law Minister Kiren Rijiju said it is Matter Of Grave Concern on Public Shearing of Raw and IB information
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X